Advertisment
Presenting Partner
Desktop GIF

'জীবন্ত জ্বালিয়ে দেওয়া উচিত..', 'আদিপুরুষ' বিতর্কে গোটা টিমকে 'চরম সাজা' শোনালেন অভিনেতা

মহাকাব্যের অপমান! একদম ক্ষমা নয় আদিপুরুষ দলকে!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
adipurush, adipurush box office, adipurush box office day 3, adipurush day 3 BO, adipurush 300 cr, adipurush rs 300 crore box office, prabhas, kriti sanon, sunny singh, om raut, manoj muntashir, আদিপুরুষ, প্রভাস, আদিপুরুষ বক্স অফিস, entertainment news, latest entertainment update, news today, আজকের বিনোদন, বিনোদনের খবর

আদিপুরুষ বিতর্ক!

বিতর্কে আদিপুরুষ। রাম থেকে হনুমান, ডায়লগ থেকে স্ক্রিন প্লে সবকিছুতেই অতিরিক্ত! প্রশ্ন উঠছে স্টোরি লাইন নিয়েও। সোজা ১০০ কোটি থেকে দিনব্যাপী বক্স অফিস আয় নেমে এসেছে ১০ কোটির কাছে। আদৌ রামায়ণ নাকি অন্যকিছু, ভেবে পাচ্ছেন না দর্শকরা। এরইমধ্যে এক ব্রহ্মাস্ত্র ছেড়েছেন বর্ষীয়ান অভিনেতা।

Advertisment

তিনি নিজেও টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মহাভারতের সঙ্গে যুক্ত ছিলেন। রবি চোপড়ার মহাভারতে তিনি পিতামহ ভীষ্মের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি মুকেশ খান্না। এবার রামায়ণের এহেন অপমান হতে দেখে আর থামতে পারলেন না। বরং ভয়ঙ্কর মন্তব্য করলেন তিনি। মহাকাব্যের অপমান! রামায়ণ না জেনেই হাত দিয়েছেন ছবিতে। মুকেশ দাবি করেন, এদের জ্যান্ত পুড়িয়ে দেওয়া উচিত।

আরও পড়ুন < ‘বাপ’ তুলে ভয়ঙ্কর ডায়লগ, তারপরেও ৩০০ কোটির ব্যবসা ‘আদিপুরুষের’! >

অভিনেতা শেষ কিছুদিন নানা বিষয়ে মন্তব্য করছেন। সেখানে আদিপুরুষ নিয়ে কিছু বলবেন না এও হয়। তবে, প্রভাসের মত একজন অভিনেতার এহেন কাজ এবং রামায়ণ নিয়ে ছেলেখেলা দেখতেই যেন রেগে আগুন তিনি। বললেন, এরা রামায়ণের মত একটা বিষয়কে ছ্যাঁবলামির জায়গায় নিয়ে গিয়েছে। কোনও পড়াশোনা করে নি। মহাকাব্য নিয়ে বিন্দুমাত্র ধারণা নেই।  এদের ক্ষমা করা তো দূর, বরং ৫০ ডিগ্রি তাপমাত্রায় জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত।

উল্লেখ্য, গল্পের গরুকে গাছে উঠিয়েছে গোটা টিম। এমনকি রাবণের চরিত্রে সইফ আলী খানকে নিয়েও তুমুল শোরগোল। বাপ তুলে গালাগাল করছে হনুমান! এই দেখেও চোখ ছানাবড়া দর্শকদের। সূত্রের খবর, এই ছবিকে নিষিদ্ধ করার ডাক দিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স।

bollywood Entertainment News
Advertisment