'খুন করা হয়েছে মহাভারতকে', এমন ভাষাতেই একতা কাপুরের বিরুদ্ধে গর্জে উঠলেন শক্তিমান খ্যাত মুকেশ খান্না। প্রসঙ্গত, ২০০৮ সালে 'কাহানি হামারি মহাভারত কি' বানিয়েছিলেন একতা। তবে দর্শকদের অনেকেরই সেই 'আধুনিক' মহাভারত মন ছুঁয়ে যায়নি। ১৯৮৮ সালে বি আর চোপড়ার সেই মহাভারতে ভীষ্মের চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ খান্না। লকডাউনের বাজারে টিভির পর্দায় আবার ফিরে এসেছে ১৯৮৮ সালের মহাভারতই। এমনকী টিভির পর্দায় ফিরে এসেছে মুকেশের অভিনীত বহুল জনপ্রিয় শক্তিমান সিরিয়ালটিও।
তবে বাচ্চাদের জন্য ফের নতুনভাবে ফিরিয়ে আনতে চান শক্তিমানকে একথা জানান মুকেশ। সে প্রসঙ্গেই তিনি বলেন, "আমিও চাই শক্তিমানকে ফিরিয়ে আনতে। কিন্তু একতা কাপুর যেভাবে দ্রৌপদীর কাঁধে ট্যাটু বানিয়ে মহাভারতকে ফিরিয়ে এনেছে সেভাবে নয়। উনি বলেছেন এটা আধুনিক মহাভারত। কিন্তু সংস্কৃতির কোনও আধুনিকতা হয় না। যেদিন সংস্কৃতি আধুনিক হবে সেদিন সব শেষ হয়ে যাবে।"
তবে এখানেই থেমে থাকেননি শক্তিমান, স্পষ্ট ভাষাতেই বলেন, "যদি সিরিয়ালের নাম কিউকি গ্রিক ভি কভি হিন্দুস্তানি থি এই নামে হত তাহলে একতার মহাভারত মেনে নিতাম। মহাকাব্যকে এমন ভাবে জবাই করার অধিকার কে দিয়েছে ওনাকে? ভীষ্ম প্রতিজ্ঞাকে সম্পূর্ণই বদলে দিয়েছে সেখানে। সত্যবতীর চরিত্র এমনভাবে দেখিয়েছিলেন যেন তিনি খলনায়িকা। ব্যাসদেবের থেকেও স্মার্ট হতে চেয়েছেন উনি, যেখানে আমার আপত্তি আছে। রামায়ণ এবং মহাভারত কোনও পুরাণ নয় এগুলি এক একটা ইতিহাস।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন