Advertisment
Presenting Partner
Desktop GIF

রাবণকে 'হিরো'র তকমা! 'নিজের ধর্মে গিয়ে করুন এসব', সইফকে কটাক্ষ মুকেশ খান্নার

সইফের ক্ষমা চাওয়া নিয়েও তীব্র শ্লেষ প্রকাশ গেরুয়া শিবির ঘেঁষা অভিনেতা মুকেশের।

author-image
IE Bangla Web Desk
New Update
saif-mukesh

রাবণকে 'হিরো'র তকমা দিয়ে দিন কয়েক আগেই সমালোচনার মুখে পড়েছিলেন সইফ আলি খান (Saif Ali Khan)। যার জেরে গেরুয়া শিবিরের নেতা রাম কদমের রোষানলেও পড়তে হয়েছিল বলিউডের নবাবপুত্তুরকে। এবার সংশ্লিষ্ট ইস্যু নিয়েই সইফকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)। কোনওরকম রেয়াত না করেই বললেন, "নিজের ধর্ম নিয়ে এসব করুন।"

Advertisment

প্রসঙ্গত, অভিনেতা মুকেশ খান্না যে বরাবরই গেরুয়া শিবির ঘেঁষা, সেকথা ইন্ডাস্ট্রির অনেকেরই জানা। স্বাভাবিকবশতই সনাতন হিন্দু ধর্মের পৌরাণিক চরিত্রদের নিয়ে সিনেমায় কাটাছেঁড়া করার বিষয়টি মোটেই ভাল মনে নিতে পারেননি তিনি। অতঃপর 'আদিপুরুষ' নিয়ে সইফের মন্তব্যকেও পালটা দিতে ছাড়লেন না মুকেশ।

রাবণকে 'দয়ালু' তকমা দিয়ে সিনেমায় সীতাহরণকে ন্যায়ের দৃষ্টিতে দেখানোর কথা বলেছিলেন সইফ। সমালোচনার ঝড় বইতেই যদিও প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। বলেছেন, "আমার মন্তব্যটি ফিরিয়ে নিয়ে আমি নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। ভগবান রাম আমার কাছে চিরকালই একজন প্রকৃত হিরো। অমঙ্গলের বিরুদ্ধে মঙ্গলের লড়াই ও জয় এই ছবির মূল বিষয়বস্তু। কোনওপ্রকার ধর্মীয় বিকৃতি করা হয়নি ‘আদিপুরুষ’ ছবিতে।" কিন্তু সইফের এমন বিবৃতি জারির পরও চুপ করে থাকেননি মুকেশ খান্না। উলটে সুর চড়ালেন।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে মুকেশের মন্তব্য, "বারবার আমাদের ধর্মকে আক্রমণ করে সিনেমা বানানো হচ্ছে। কয়েকদিন আগেই 'লক্ষ্মী বম্ব' নিয়ে বিতর্ক হয়েছিল। এবার আরও একটা আক্রমণ। জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান এক সাক্ষাৎকারে আপত্তিকর কথা বলেছেন তাঁর ছবি 'আদিপুরুষ' নিয়ে। সেখানে নাকি তিনি রাবণের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে রাবণ শয়তান নন। তিনি মানুষ। তাঁকে দয়ালু হিসেবে দেখানো হবে। অন্য ধর্ম নিয়েও এমন বদল কেউ করে দেখাক তো। খারাপকে ভাল আর ভালকে খারাপ হিসেবে দেখাক। আরে, রাম কখনও রাবণ হতে পারেন না। রাবণও একইভাবে রাম হতে পারেন না। তাহলে রাবণকে এই দয়ালু দেখানোর কথাটা আসছে কী করে? এর পিছনে কোন উদ্দেশ্য রয়েছে?"

পাশাপাশি সইফকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তুলে এনেই কটাক্ষ করে বলেন, "একবার তির মেরে, কাউকে ঘুষি মেরে কিংবা বোমা ছুঁড়ে তারপর সরি বললেই হয় না! ইংরেজরা সত্যিই খুব সুন্দর একটা শব্দ বানিয়েছে। কিন্তু আমরা এটা মানছি না। বলার আগে ভাবেননি কেন?"

saif ali khan Mukesh Khanna
Advertisment