/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/mukherjee-dar-bou-fea.jpg)
ট্রেন্ডিং লিস্টে 'মুখার্জী দার বউ'। ফোটো- উইন্ডোজ
প্রথম থেকেই কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদারের ঝগড়া, তর্কের ঝলকে নড়েচড়ে বসেছিলেন বাঙালি দর্শক। এবার পুরো ছবিটা দেখতে হলে যে ভিড় জমবে, তার আঁচ দিব্যি পাওয়া যাচ্ছে। ছবির ট্রেলারই তো একদিনের মধ্যে ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে। কথা হচ্ছে ‘মুখার্জী দার বউ’ নিয়ে। বুধবারই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এবং ইতিমধ্যেই ফ্যানেদের পছন্দের তালিকায় উইন্ডোজের নতুন ছবি।
শাশুড়ি ও বৌমা সারাক্ষণ অশান্তি করলেও আদতে দুজনেই নিঃসঙ্গ। আর এই দুইয়ের মাঝে জমে থাকা সেই ভালবাসার সন্ধান দেবেন অরাত্রিকা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত। বুধবার ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন বাদশা মৈত্র, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনসূয়া মজুমদার ও প্রযোজক নন্দিতা রায়। হাজির ছিলেন পৃথা চক্রবর্তী ও চিত্রনাট্যকার সম্রাজ্ঞী।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/trailer-launch-mukherjee.jpg)
আরও পড়ুন, বাঙালির পাতে ‘থাই কারি’, রসনা মেটাতে রইল ঝলক
আধুনিক পরিবারের সমস্যা-জটিলতা কাটিয়ে এখনও নিজের মানুষগুলোর প্রতি যত্নশীল অদিতি, যিনি এই কাহিনীর অন্যতম প্রধান চরিত্র। দশ বছরের বিবাহিত জীবনে একটি কন্যাসন্তানও রয়েছে অদিতির। বাদানুবাদের পর্ব নিয়েই নারী দিবসে, অর্থাৎ ৮ মার্চ, মুক্তি পেতে চলেছে 'মুখার্জী দার বউ'।