Durga Puja 2025: বজায় রাখলেন দেশীয় রীতিনীতি, ঘোমটা মাথায় প্রিয়াঙ্কা, জ্যাকি শ্রফ পরিবেশন করলেন ভোগ

নজর কেড়েছেন বেশ কিছু তারকা। মুখুজ্জে বাড়িতে রনবীর কিংবা ক্যাটরিনা - অনেকেই আসেন। তাঁদের এবার দেখা না গেলেও গতকালের সন্ধ্যেয় যে সবথেকে বেশি আলোচনায় এসেছিলেন তিনি আর কেউ না, বরং খোদ বলিউডের দেশী গার্ল।

নজর কেড়েছেন বেশ কিছু তারকা। মুখুজ্জে বাড়িতে রনবীর কিংবা ক্যাটরিনা - অনেকেই আসেন। তাঁদের এবার দেখা না গেলেও গতকালের সন্ধ্যেয় যে সবথেকে বেশি আলোচনায় এসেছিলেন তিনি আর কেউ না, বরং খোদ বলিউডের দেশী গার্ল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jackie

কী কী হচ্ছে পুজোয়...

মুম্বাইয়ের পুজো মানেই রানী-কাজলদের বাড়িতে একাধিক তারকার উপস্থিতি। গতকাল অস্টমী উপলক্ষেই সেখানে হাজির ছিলেন অনেকেই। বাঙালি তারকারা তো বটেই তবে দেখা গেল আরও অনেককে। মহাষ্টমী উপলক্ষে বেশিরভাগ পড়েছিলেন সাদা-লাল রঙের পোশাক। মৌনি রায় থেকে রুপালি এবং সুমনা চক্রবর্তী- সকলেই এসেছিলেন সেজেগুজেই। 

Advertisment

তবে, নজর কেড়েছেন বেশ কিছু তারকা। মুখুজ্জে বাড়িতে রনবীর কিংবা ক্যাটরিনা - অনেকেই আসেন। তাঁদের এবার দেখা না গেলেও গতকালের সন্ধ্যেয় যে সবথেকে বেশি আলোচনায় এসেছিলেন তিনি আর কেউ না, বরং খোদ বলিউডের দেশী গার্ল। প্রিয়াঙ্কা বলিউডের সঙ্গে সঙ্গে বর্তমানে হলিউডের জনপ্রিয় মুখ। কিন্তু, তিনি নিজের সংস্কৃতি একেবারেই ভোলেননি। তাই তো গতকাল একদম আদ্যোপান্ত ট্র্যাডিশনাল পোশাকে তিনি হাজির হলেন সেখানে। নীল রঙের থ্রি পিস স্যুট- এমনকি বেদীতে ওঠার পরপরই... 

Homebound: দুই বন্ধুর অসমাপ্ত যাত্রা, অমৃতের স্মৃতিতে ডুবেই 'হোমবাউন্ডে' বিভোর সাইয়ুব

Advertisment

প্রিয়াঙ্কাকে সঙ্গ দিলেন মুখোপাধ্যায় বাড়ির সকলে। সঙ্গে ছিলেন অয়ন থেকে তানিশা এবং পরিবারের অনেকেই। প্রিয়াঙ্কা বেদীতে উঠে যখন পুজোয় ব্যস্ত তখন আবারও প্রমাণ করলেন দেশ ছাড়লেও নিজের সংস্কার ভোলেন নি। প্রিয়াঙ্কাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। তিনি যে দেশে ফিরেই উৎসবের আমেজে মেতেছেন একথাও জানিয়ে দিলেন সাফ। আগাম দীপাবলির শুভেচ্ছা জানালেন। 

জ্যাকি শ্রফ যা করলেনঃ 

পুজোয় জ্যাকি শ্রফ একেবারেই ফেস্টিভ মুডে। সবসময় যেকোনো অনুষ্ঠানে তিনি গাছ নিয়ে যান। তবে পুজোয় সকলকে খাবার পরিবেশন করতে দেখা গেল তাঁকে। জ্যাকি শ্রফ নিজের মতো করেই উপস্থিত সকলের প্লেটে ভাজা তুলে দিলেন। সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। এবং কাজল নিজের সমাজ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করে লিখলেন.. এই মানুষটা একেবারেই অন্যরকম। সত্যি করেই ভিড়ু। 

মেয়েকে নিয়ে গেলেন বিপাশা-করন 

হাতে শাঁখা-পলা, লাল শাড়িতে বিপাশা মেয়েকে নিয়ে গেলেন পুজো মণ্ডপে। আর তাঁকে দেখে কাজলের উক্তি, 'খুব সুন্দর।' 

Jackie Shroff Bipasha Basu kajol rani mukerji Durga Puja 2025