বলিউডের মাদকচক্র মামলায় এবার বিপাকে দুই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিক। সন্দেহজনক ভূমিকার জন্য কাজ থেকে বরখাস্ত করা হয়েছে তাঁদের। সূত্রের খবর, মুম্বইয়ের জোনাল ইউনিটে কর্মরত ছিলেন ওই দুই এনসিবি আধিকারিক। বরখাস্ত দুই এনসিবি কর্মীর বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি গ্রেফতার হওয়া কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে জামিনের ব্যবস্থা করে দেওয়ার নেপথ্যে হাত ছিল তাঁদের।
সূত্রের খবর, ওই দুই এনসিবি আধিকারিক নাকি ভারতী (Bharti Singh) ও হর্ষ ছাড়াও দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত করছিলেন। কিন্তু কেন ওই দুই কর্মীর বিরুদ্ধে সন্দেহজনক ভূমিকার অভিযোগ উঠল? শোনা যাচ্ছে, ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার জামিনের শুনানি দিন এবং দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে হেফাজতে নিয়ে জেরা করার আবেদনের শুনানিতে অনুপস্থিত ছিলেন ওই দুই এনসিবি আধিকারিক। এই দুই কর্মকর্তার ভূমিকা ছাড়াও এনসিবির প্রসিকিউটরের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। শোনা যাচ্ছে, শুনানির দিন তিনিও নাকি উপস্থিত ছিলেন না। যার জেরে ওই ২ এনসিবি আধিকারিকদের বিরুদ্ধে সন্দেহজনক কাজকর্মের অভিযোগ ওঠে। আর তাই আপাতত তাঁদের বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ওই দুই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিকের নাম প্রকাশ করেনি সংস্থা। এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেরের নির্দেশ অনুযায়ী অতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, এই ঘটনায় আরও কয়েকজনের নাম উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। যাঁদের মধ্যে বিশিষ্ট ক'জন আইনজীবীরাও থাকতে পারেন।