#মিটু আন্দোলনের জেরে কয়েকদিন আগেই বেজায় অস্বস্তিতে পড়েছিলেন বলিউড অভিনেতা অলোক নাথ। এক মাস আগেই অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পেয়েছিল মুম্বই পুলিশ। এবার ওই অভিযোগের প্রেক্ষিতে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। বুধবার ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অলোকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। গত ১৭ অক্টোবর পুলিশে অভিযোগ জানান নির্যাতিতা। অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন যে, ১৯ বছর আগে একটি টিভি শো-তে কাজ করার সময় তাঁকে ওই অভিনেতা ধর্ষণ করেন।
উল্লেখ্য, গতমাসের ৮ তারিখ ফেসবুকে প্রথম বলিপাড়ার ওই বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে সরব হন নির্যাতিতা। ফেসবুক পোস্টে নির্যাতিতা লেখেন যে, অভিনেতার বাড়িতে পার্টি চলাকালীন তাঁর পানীয়ে কিছু একটা মিশিয়ে দেন অলোক। নির্যাতিতা আরও বলেছেন যে, অভিনেতার বাড়ি থেকে বেরোনোর সময় অসুস্থ বোধ করেছিলেন তিনি। তাই অভিনেতা তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু অন্য একটি জায়গায় তাঁকে নিয়ে অলোক ধর্ষণ করেন বলে অভিযোগ তুলেছেন ওই মহিলা।
আরও পড়ুন, #MeToo: দেশের সব মহিলাদের জন্যই মি টু, বললেন নন্দিতা দাস
এদিকে, নির্যাতিতার ফেসবুক পোস্টের পর অভিনেতার স্ত্রী আশু সিং স্বামীর হয়ে মানহানির মামলা দায়ের করেন। যদিও তা পরে বম্বে হাইকোর্টে খারিজ হয়ে যায়। প্রসঙ্গত, #মিটু ক্যাম্পেনে ধর্ষণের মতো জঘন্যতম ঘটনায় অভিযুক্তের তালিকায় অনোক নাথের নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলিপাড়ায়। এর আগে বলিপাড়ার আরেক নামী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।
Read the full story in English