Raj Kundra Porngate Case: জোর করে পর্ন ছবিতে অভিনয় করানোর দায়। পৃথক মামলা দায়ের গন্দি বাত খ্যাত গেহনা বশিষ্ঠ-সহ তিন জনের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই তিন জন রাজ কুন্দ্রার (Raj Kundra) সহকর্মী। এক তরুণ অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশের এই পদক্ষেপ। হটশটস অ্যাপে একটি পর্নে অভিনয়ের জন্য তাঁকে জোর করা হয়। পুলিশের কাছে এই অভিযোগ করেন ওই অভিনেত্রী।
এই পদক্ষেপের কথা স্বীকার করে মুম্বাই পুলিশের এক কর্তা বলেছেন, ‘অভিনেত্রী গেহনা বশিষ্ঠ এবং রাজের সংস্থার তিন প্রযোজকের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে।‘ ফেব্রুয়ারি মাসে পর্নফিল্মে অভিনয়ের মামলায় প্রায় ৪ মাস জেল হেফাজতে ছিলেন গেহনা। আপাতত জামিনে মুক্ত তিনি। ফের নতুন করে আইনি জটে জড়িয়ে পড়লেন এই অভিনেত্রী। এদিকে নতুন এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের হাতে। রাজ কুন্দ্রাকে মঙ্গলবার আগামি ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে মুম্বাইয়ের একটি ম্যাজিস্ট্রেট আদালত। তবে গত শুনানিতে রাজের পুলিশ হেফাজত বাড়ানোর আর্জি আদালতে করেছিল মুম্বই পুলিশ।
পাশাপাশি এই তদন্তে জানা গিয়েছে, গত বছরের অগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে পর্ন-ব্যবসা থেকে অন্তত ১.১৭ কোটি টাকা আয় হয়েছে রাজের। পুলিশ সূত্রে খবর, জেরার সময় স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে বিবাদে জড়ান শিল্পা শেট্টি (Shilpa Shetty)। শুধু তাই নয়, পর্নফিল্ম-কাণ্ডে স্বামীর উপর চিৎকার করেন এবং সেইসঙ্গে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। মঙ্গলবার জুহুর বাড়িতে তল্লাশির সময় রাজকে সঙ্গে নিয়েই সেখানে পৌঁছয় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। জানা গিয়েছে, তল্লাশি অভিযানের সঙ্গে তারকাদম্পতি নিজেদের মধ্যেই বিবাদে জড়ান। ৬ ঘণ্টা জেরার মুখে স্বামীর উপর চিৎকার করে বসেন শিল্পা। এমনকী, কেঁদেও ফেলেন। জেরায়, পুলিশকে জানান, স্বামী রাজের পর্নোগ্রাফি ব্যবসা সম্পর্কে কিছু জানতেন না শিল্পা। শেষমেশ, সেখানে উপস্থিত পুলিশ কর্মীরাই নাকি নায়িকাকে শান্ত করেন। পুলিশ সূত্রেই যদিও এমনটা জানা গিয়েছে, তবে তথ্যের কোনও প্রমাণ সেভাবে পাওয়া যায়নি।
অন্যদিকে, মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, শিল্পা শেট্টির ফোন ক্লোনিং করার প্রস্তুতি চলছে। কারণ, একসময়ে তিনিও ভিয়ান ইন্ডাস্ট্রিজ-এর ডিরেক্টরের তালিকায় ছিলেন। পরে যদিও সেই পদ থেকে ইস্তফা দিয়ে দেন তিনি। অতঃপর অভিনেত্রীকে যে দ্বিতীয়বার জেরা করা হতে পারে, এমনটাও শোনা গিয়েছে। ফোন ক্লোন করার অর্থ, শিল্পার ফোনের সব তথ্য চলে আসবে তদন্তকারীদের হাতে। সেই সঙ্গে নায়িকার ফোনে কোনও গোপন নথি রয়েছে কিনা কিংবা গত কয়েক মাসে কিছু মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কিনা, সেসবও জানা যাবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন