scorecardresearch

২৬/১১-র শহীদদের শ্রদ্ধা জানাবেন অমিতাভ বচ্চন, ভূমি পেডনেকর, অর্জুন কাপুররা

নৃসংশ মুম্বই হামলার ১০ বছরে বলিউডের তারকারা শ্রদ্ধা জানাবেন শহীদদের, যারা দেশের মানুষদের রক্ষায় নিজেদের জীবন বিসর্জন দিয়েছে।

Mumbai Terror Attack: Amitabh Bachchan, Bhumi Pednekar, Arjun Kapoor and others pay tribute to fallen heroes.
মুম্বই জঙ্গি হামলায় শহীদদের শ্রদ্ধা জানাবেন বলিউডের তারকারা।

২৬/১১, মুম্বইয়ের জঙ্গি হামলার দশ বছর, ১৬৬ জন সাধারণ মানুষের মৃত্যু এবং ৩০০ জন আহত। সালটা ২০০৮, ২৬ নভেম্বর তাজ মহল প্যালেস হোটেল, ওবেরয়-ট্রিডেন্ট, সিটিএস, নারিম্যান হাউস, ক্যাফে লিওপোল্ড এবং কামা হসপিটাল তছনছ হয়ে গিয়েছিল।

নৃসংশ মুম্বই হামলার ১০ বছরে বলিউডের তারকারা শ্রদ্ধা জানাবেন শহীদদের, যারা দেশের মানুষদের রক্ষায় নিজেদের জীবন বিসর্জন দিয়েছে। অজয় দেবগণ, অর্জুন কাপুর, অমিতাভ বচ্চন, বরুণ ধাওয়ান, মধুর ভান্ডারকর, দিয়া মির্জা, দিব্যা দত্তা, ভূমি পেডনেকর এবং সাধারণ মানুষ সোশাল মিডিয়ায় শ্রদ্ধা জানাচ্ছেন তাদের।

আরও পড়ুন, একটু বড় হয়ে গিয়েছি, ম্যাচিওরড হয়ে গিয়েছি: রাজ

অর্জুন কাপুর টুইটারে লেখেন, ”২৬/১১-র হিরোদের স্মরণ করা। যাঁরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সুরক্ষা দিয়েছে, সেই সমস্ত বীর যোদ্ধাদের আত্মত্যাগকে স্যালুট।”

টেলিভিশনের তারকারাও এদিন শ্রদ্ধা জানিয়েছেন ২৬/১১-র শহীদদের।

Read the full story in English 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mumbai terror attack amitabh bachchan bhumi pednekar arjun kapoor and others pay tribute to fallen heroes