চারিদিকে এমনিতেই এত দুর্যোগ তার মধ্যে সোশাল মিডিয়ায় রটেছে তাঁর প্রয়াণের খবর। তবে এদিন নিজেই সেই গুজব ওড়ালেন অভিনেত্রী। মেয়ে তানিয়া মাধবনির ইনস্টাগ্রাম থেকে নিজের মৃত্যুর ভুয়ো খবরে বিরতি টানলেন অভিনেত্রী মুমতাজ।
একটি ভিডিয়োতে আপ কি কসম অভিনেত্রী বলেন, ''আমার সমস্ত দর্শককে আমি ভালবাসি। দেখুন আমি মরিনি। বেঁচে আছি। সবাই বলে ঠিকই, কিন্তু আমি মোটেই 'বুড়ি' নই। আপনাদের আর্শীবাদে এখনও প্রেজেন্টেবল।''
আরও পড়ুন, সত্যজিতের সেট দেখে কখনও সেট বলে মনে হতো না: বরুণ চন্দ
বৃহস্পতিবার কিছু রিপোর্টে দাবি করা হয় ৭৩ বছরের অভিনেত্রীর প্রয়াত এবং শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন, আমফানের থাবা! ক্ষতিগ্রস্ত অঙ্কুশের বাড়ি
আরও একটি ভিডিয়ো শেয়ার করে তাঁর মেয়ে তানিয়া লেখেন, ''মায়ের তরফ থেকে ফ্যানেদের বার্তা! আবারও তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে, কিন্তু তিনি ভাল আছেন! ইন্টারনেটে নানাবিধ ছবি চারিদিকে দেখা যাচ্ছে, এদিকে তিনি তাঁর ক্যানসারের সঙ্গে লড়াই করে চলেছেন, আর সেই কারণে তাঁকে বৃদ্ধ-ক্লান্ত দেখায়। এখন তিনি সুস্থ এবং খুশি ও সুন্দর! দয়া করে ওকে শান্তি দিন, ৭৩ বছর বয়স ওনার।''
১৯৭০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মুমতাজ কাজ করেছেন 'মেলা', 'অপরাধ', 'নাগিন', 'ব্রহ্মচারি', 'রাম অউর শ্যাম', 'দো রাস্তে আর কি কসম' এবং 'খিলোনা'-র মতো সুপারহিট ছবিতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন