ম্যাজিকে মাতালেন মুমতাজ

ম্যাজিশিয়ানের মেয়ে বলে কথা! ফ্যানেদের জন্য ম্যাজিক ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী মুমতাজ সরকার।

ম্যাজিশিয়ানের মেয়ে বলে কথা! ফ্যানেদের জন্য ম্যাজিক ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী মুমতাজ সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফ্যানেদের ম্যাজিক দেখালেন মুমতাজ। ফোটো- মুমতাজের ইনস্টাগ্রাম সৌজন্যে

বাগদেবীর আরাধানার সেরে ফ্যানেদের ম্যাজিক দেখালেন মুমতাজ সরকার। মুখ থেকে পর পর তিনটি নাড়ু বের করে চমকে দিলেন পি সি সরকার- তনয়া। হবে নাই বা কেন, শেষমেশ তো ম্যাজিশিয়ানের মেয়ে। যদিও পি সি সরকার জুনিয়রের ছোট মেয়ে অভিনয়কেই বেছে নিয়েছেন। কিন্তু কীভাবে একাজ সারলেন তিনি সেটা নিজের চোখেই দেখুন:

Advertisment
View this post on Instagram

#saraswatipuja #magic ????

A post shared by Mumtaz Sorcar (@mumtaz_sorcar) on

Advertisment

এমনকি পুজোর পর পরিবারের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন, টালিগঞ্জেও #MeToo! পরিচালক পাভেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রীর

View this post on Instagram

#saraswatipuja with the #family ❤️ Swipe ⬅️

A post shared by Mumtaz Sorcar (@mumtaz_sorcar) on

দাদু, বাবা এমনকি বড় দিদি এই পেশার সঙ্গে যুক্ত। দাদু ও বাবাকে তো ম্যাজিকের মহীরূহ বললে বেশি বলা হবে না। দিদি মানেকা ম্যাজিককেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। তবে মৌবনী ও মুমতাজ অভিনয়টাই মন দিয়ে করছেন। শুধুমাত্র টলিউড নয়, বলিউডেও পাড়ি দিয়েছেন অভিনেত্রী। মাধবনের সঙ্গে 'শালা খড়ুস' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের পর প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। অমিতাভ ভট্টাচার্যের ছবি 'রক্তকরবী'-তে অভিনয় করেছন তিনি। যা অস্কারের দৌড়ে সামিল হওয়ার তালিকায় ছিল।

tollywood