বাগদেবীর আরাধানার সেরে ফ্যানেদের ম্যাজিক দেখালেন মুমতাজ সরকার। মুখ থেকে পর পর তিনটি নাড়ু বের করে চমকে দিলেন পি সি সরকার- তনয়া। হবে নাই বা কেন, শেষমেশ তো ম্যাজিশিয়ানের মেয়ে। যদিও পি সি সরকার জুনিয়রের ছোট মেয়ে অভিনয়কেই বেছে নিয়েছেন। কিন্তু কীভাবে একাজ সারলেন তিনি সেটা নিজের চোখেই দেখুন:
এমনকি পুজোর পর পরিবারের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন, টালিগঞ্জেও #MeToo! পরিচালক পাভেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রীর
দাদু, বাবা এমনকি বড় দিদি এই পেশার সঙ্গে যুক্ত। দাদু ও বাবাকে তো ম্যাজিকের মহীরূহ বললে বেশি বলা হবে না। দিদি মানেকা ম্যাজিককেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। তবে মৌবনী ও মুমতাজ অভিনয়টাই মন দিয়ে করছেন। শুধুমাত্র টলিউড নয়, বলিউডেও পাড়ি দিয়েছেন অভিনেত্রী। মাধবনের সঙ্গে 'শালা খড়ুস' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের পর প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। অমিতাভ ভট্টাচার্যের ছবি 'রক্তকরবী'-তে অভিনয় করেছন তিনি। যা অস্কারের দৌড়ে সামিল হওয়ার তালিকায় ছিল।