Advertisment
Presenting Partner
Desktop GIF

Bigg Boss 17 Grand Finale: মুনাওয়ার কী এমন করেছেন যে জিতবেন? আগাম তাঁর  স্বভাবের পাঁচালি শোনালেন কাছের মানুষ

Bigg Boss Season 17 Grand Finale Updates: শুরু থেকেই সম্পর্ক নিয়ে বিতর্ক, এছাড়াও ঘটেছে নানা ঘটনা! তারপরেও, মুনাওয়ার জেতা দরকার কেন? জানালেন সেই ব্যক্তি!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bigg Boss 17, Bigg Boss 17 Finale, Bigg Boss Grand Final

Bigg Boss Season 17 Finale: জিতবেন মুনাওয়ার? কিন্তু কেন?

Bigg Boss 17 Finale Updates: শুরুর দিন থেকে বিগ বসের ঘরে একটি নামই চর্চায়, তিনি মুনাওয়ার ফারুকী ( Munawar Faruqui )। এর আগে, তিনি অনেক বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছেন। সব থেকে বড় কথা, আয়েশাকে নিয়ে নানা আলোচনা হওয়ার পরেও তাঁর ফ্যান ফলোয়িং কমেনি। অনেকেই, ধরে নিয়েছেন এবারের 'বিগ বসের' বিজেতা মুনাওয়ার।

Advertisment

যদিও, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন, অভিষেক এবং অঙ্কিতা। দুজনেই বেশ কঠিন প্রতিদ্বন্দ্বী। তবে, এবারও প্রথম থেকেই মুনাওয়ার বেশ রাজ করেছেন বিগ বসের ঘরে। নিজেকে যেভাবে প্রমাণ করেছেন এবং ডিফেন্ড করেছেন তাতে অনেকেই তাঁকে বিজেতা হিসেবে ধরে নিয়েছেন। গতকাল, বিগ বসের ঘরে, গিয়েছিলেন তারকারা। করণ কুন্দ্রা সাপোর্ট করতে গেলেন মুনাওয়ারকে।

এর আগে, করণ নিজেও বিগ বসের প্রতিযোগী ছিলেন। তাই, সেখানকার হাল হকিকত সবটাই জানেন তিনি। করণকে সামনে পেয়েই কেঁদে কেটে ভাসান মুন্না। আর করণ নিজেও কেঁদে দেন। কিন্তু, এখানেই শেষ নয়। ঘর ছেড়ে বেরিয়ে এসে তিনি জানালেন, কেন মুন্নার জেতা উচিত। নিজের ঝোলা থেকে একটি ভয়েস রেকর্ডিং বের করে মানুষের উদ্দেশ্যে শোনালেন তিনি। তাতে, শোনা গেল কীভাবে করণের পাশে থেকে মুনাওয়ার। এমনকি, তাঁকে এমনও বলতে শোনা যায়, যে মুনাওয়ার জানেন করণ তাঁর পাশে আছেন।

আরও পড়ুন - Ankita Lokhande-Bigg Boss: অঙ্কিতা বরের দোষ খুঁজতেই ব্যস্ত, বিগ বস থেকে বাদ যেতেই বউকে নিয়ে শুকনো আবদার ভিকির!

এই একটি ভয়েস রেকর্ড এর মাধ্যমেই করণ লিখছেন.."একটা ভয়েস নোট, যেটা মুন্না আমায় পাঠিয়েছিল। যাতে, আপনারা বুঝতে পারেন, ও কতটা ভাল মানুষ। আর আমার সঙ্গে কী দারুন সম্পর্ক ওর। আপনাদের অধিকার আছে এটা করার, অবশ্যই বিচার করবেন। কিন্তু, ওর ভূলটাকে একটা স্ট্রাটেজি বানিয়ে বারবার ফেলে দেওয়াটা মোটেই ঠিক না। এটা, ওদের কারওর অধিকার নেই। বাকি, আপনাদের সিদ্ধান্ত। আপনারা যা করবেন তাই।'

প্রসঙ্গত, আজ অনুষ্ঠিত হতে চলেছে বিগ বস ফাইনাল। এবং সেই উপলক্ষে থাকছে জোরদার আয়োজন। নানা পারফরমেন্স, তারকা সমাবেশ। সন্ধ্যে ৬টা থেকে রাত ১২টা অবধি চলবে এই অনুষ্ঠান। তারপরই ঘোষণা করা হবে এবারের বিজেতার।

Munawar Faruqui tollywood Bigg Boss OTT bollywood Entertainment News
Advertisment