ডবল গেম খেলছেন? আয়েশার প্রশ্ন শুনেই 'বিগ বস' ছাড়ার কল করছেন মুনাওয়ার!

কেঁদে আকুল ফারুকী, তাকে শান্ত করতেই ঝাঁপিয়ে পড়লেন তিন সুন্দরী

কেঁদে আকুল ফারুকী, তাকে শান্ত করতেই ঝাঁপিয়ে পড়লেন তিন সুন্দরী

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Munawar faruqi shared why he wanted to left the show

বিগ বসের ঘরে অশান্তি

বিগ বস মানেই রঙ্গমঞ্চ! এখানে যা যা কান্ডকীর্তি হতে দেখা যায় তাতে অনেকেই যেমন বিষয়টিকে উপভোগ করেন। তেমনই, অনেকেই রেগে যান। বর্তমানে এই ঘরে নিশানায় রয়েছেন মুনাওয়ার। নানা বিতর্ক তাঁকে ঘিরে ধরেছে।

Advertisment

মুনাওয়ার ফারুকী, তিনি এবারের বিগ বসের ঘরের মিডিল ম্যান। তাঁর খেলার ধরনে রেগে আগুন সলমন খোদ। এবার, আয়েশার মুখোমুখি হতেই তিনি রীতিমতো স্তম্ভিত। কনফেশন রুমে ঢুকেই থতমত খেয়ে গেলেন। টু টাইমিং করছেন মুনাওয়ার! প্রকাশ্যে ধেয়ে এল প্রশ্ন... মুনাওয়ার উত্তর দিতে গিয়ে আমতা আমতা করলেন। লাগাতার তাঁকে প্রশ্ন করতেই আয়েশার সঙ্গে যা কথা হল তাঁর..

আয়েশা বলেন, তুমি আমায় বলেছিলে নাজিলার সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু না! ওর সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক নিয়ে বড়াই করছ। তাহলে আমার সঙ্গে কী? তুমি বলেছিলে, আমায় ভালোবাসো তুমি। শোয়ে আসার আগে বলেছিলে, আমার সঙ্গে সময় কাটাতে চাও। তাহলে কেন? আমি কিছুই বলতাম না যদি শুধু আমরা দুজন থাকতাম। কিন্তু, এখানে আরও মেয়েরা যুক্ত রয়েছে।

Advertisment

আর এটুকু শুনেই নিজের সাফাই গাইতে শুরু করলেন মুনাওয়ার। বললেন, আমি শুধুই ওর সঙ্গে সম্পর্কে থাকার ভান করছি। যাতে ব্রেকআপের খবরটা বাইরে লিক না হয়। আমি তোমায় বলেছিলাম যে ভালবাসি, এবং আমি কাউকে ঠকাই নি। কান্নায় ভেঙে পড়েন কমেডিয়ান। তারপরই, এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।

যেভাবে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, রীতিমতো তাঁকে হেনস্থা করা হচ্ছে। কাঁদতে কাঁদতেই বললেন, আমি একজনের মনে দুঃখ দিয়েছি আমি জানি। অন্তত, এটুকু বলতেই পারি যদি বিগ বস দরজা খুলে দেয় তবে আমি, এক্ষুনি এখান থেকে বেড়িয়ে যাব।

bollywood Bigg Boss Entertainment News