Shahid-Kareena: করিনাকে জড়িয়ে ধরতেই মীরার সঙ্গে তুমুল অশান্তি শাহিদের! কমেডিয়ান মুনাওয়ারের পোস্ট ঘিরে চর্চা

Munawar On Shahid-Kareena: শাহিদ কাপুর ও করিনা কাপুর IIfa-এর মঞ্চে একে অপরকে জড়িয়ে ধরেন। অনেকক্ষণ দুজনে কথাও বলেন। কমেডিয়ান মুনাওয়ার ফারুকি সোশ্যাল মিডিয়ায় মীরার সঙ্গে শাহিদের অশান্তির ইঙ্গিত দিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
করিনাকে জড়িয়ে ধরতেই মীরার সঙ্গে তুমুল অশান্তি শাহিদের!

করিনাকে জড়িয়ে ধরতেই মীরার সঙ্গে তুমুল অশান্তি শাহিদের!

Munawar Faruqui Post: জয়পুরে IIfa-এর মঞ্চে বলিউডের প্রাক্তন পাওয়ার কাপল শাহিদ কাপুর ও করিনা কাপুরের কথপোকথন এখন বিনোদনের চর্চিত টপিক। ব্রেক-আপের পর সেভাবে তাঁদের একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায়নি। ২০২৪-এ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানেও শাহিদকে এড়িয়ে গিয়েছিলন করিনা। কিন্তু, IIfa-এর মঞ্চে একে অপরের সঙ্গে কথা বলতেই জুটির ভক্তদের 'দিল খুশ'। IIfa-এর মঞ্চে যেন ফিরল জব উই মেটের নস্ট্যালজিয়া। শাহিদ অবশ্য বলেছেন, এটা তাঁদের কাছে খুব স্বাভাবিক। কথা বলার মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। কিন্তু, কমেডিয়ান মুনাওয়ার ফারুকি প্রাক্তন কাপলকে নিয়ে মজা করেছেন। মীরার নাম না করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'শাহিদ কাপুরের ঘরে আজ  ঝগড়া হবে।' মুহূর্তে ভাইরাল সেই পোস্ট। 

Advertisment

IIFA Digital Awards-এর সবুজ কার্পেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহিদ বলেছেন, 'এটা তো আমাদের জন্য নতুন কোনও বিষয় নয়। আজ স্টেজে দেখা হয়েছে। অন্যদিন অন্য কোনও জায়গায় আমাদের দেখা হবে। এটা আমাদের জন্য খুব স্বাভাবিক একটা বিষয়। কোনও অস্বাভাবিকতা নেই। আমাদের একসঙ্গে দেখে মানুষের ভাল লেগেছে, সেটা আমার ভাল লাগছে।' প্রসঙ্গত, ২০০০ সালে শাহিদ-করিনা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। দীর্ঘদিন প্রেম করার পর ২০০৭-এ আলাদা হয় দুজনের পথ। 'ফিদা', 'চুপ চুপ কে', 'মিলেঙ্গে মিলেঙ্গে'-এর মতো বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তবে শাহিদ-করিনা জুটির সর্বকালেরল সেরা ছবি  'জব উই মেট'। ওই ছবির শুটিংয়ের শেষভাগেই ভেঙে যায় দুজনের সম্পর্ক। 

Advertisment

প্রসঙ্গত, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৪-এ শাহিদকে এড়িয়ে গিয়েছিলেন করিনা। সেই ভিডিও-ও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে বছর ঘুরতেই বদলে গেল চিত্রটা। ২০১২-এ সইফ আলি খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন করিনা কাপুর খান। ২০১৬-তে সইফিনার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান  তৈমুর আলি খান আর ২০২১-এ পতৌদি পরিবারে পরিবারে আসে তঁদের খুদে সদস্য জেহ। অন্যদিকে মীরা রাজপুতকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন শাহিদ। বর্তমানে তারকা দম্পতিও দুই সন্তানের বাবা-মা। 

bollywood movie shahid kapoor Bollywood News Kareena Kapoor Khan bollywood actress Bollywood Actor Bollywood Couple