/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/munawar.jpg)
আইনি জটে মুনাওয়ার ফারুকি
Munawar Faruqui Hafta Vasooli: ইন্ডিয়া'জ গট ল্যাটেন্টল বা ইন্ডিয়া'জ গট ট্যালেন্ট শো-য়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রণবীর ইলাহাবাদিয়ার মন্তব্য ঘিরে শোরগোল। এক প্রতিযোগীকে মা-বাবার সঙ্গম সংক্রান্ত আপত্তিকর প্রশ্ন করে বিপাকে রণবীর। জল গড়িয়েছে শীর্ষ আদলত পর্যন্ত। সমস্যায় পড়েছেন এই শোয়ে অংশগ্রহণকারীরাও। আদালত থেকে সমন পাঠানো হয়েছে তাঁদেরকেও।
বন্ধ করে দেওয়া হয়েছে এই বিতর্কিত শো-ও। এক অধ্যায়ের সমাপ্তি হওয়ার আগেই ফের নতুন বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রে স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। বিগ বস ১৭-এর বিজয়ী মুনায়ারের-ও লেটেস্ট শো 'হফতা ওয়াসুলি' নিষিদ্ধ করার দাবি উঠেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ও আশালীনভাবে শোয়ের প্রচারের অভিযোগ তাঁর বিরুদ্ধে।
আইনজীবী অমিতা সচদেব IT Act-এর অনুসারে বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করেছেন। অমিতার বিবৃতিতে অনুযায়ী, 'একাধিক ধর্মীয় ভাবাবেগে আঘাত', 'সংস্কৃতির মর্যদা লঙঘন' ও 'বর্তমান প্রজন্মের মানসিকতাকে বিষিয়ে দেওয়া হচ্ছে।' এই বিষয়গুলোকে সামনে রেখেই ২২ ফেব্রুয়ারি শনিবার এক্স হ্যান্ডেলে এই পোস্টটি শেয়ার করেন অমিতা সচদেব।
🚨 Complaint Filed Against Munawar Faruqui (@munawar0018)! 🚨
— Amita Sachdeva, Advocate (@SachdevaAmita) February 22, 2025
I have officially filed a complaint against habitual offender Munawar Faruqui, for his show "Hafta Wasooli" streamed on @JioHotstar, requesting an FIR under BNS Sections 196, 299, and 353, along with the IT Act and… pic.twitter.com/ps6NCH5Ztd
মুনাওয়ারকে ট্যাগ করে শোয়ের প্রতি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, 'আমি আনুষ্ঠানিকভাবে মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি যাতে হফতা ওয়াসুলি শো-টিকে অবিলম্বে বন্ধ করা হয়।' উল্লেখ্য, হিন্দু জনজাগরুতি সমিতি-ও মুনাওয়ার ফারুকির 'হফতা ওয়াসুলি' শোয়ের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল।
১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মুনাওয়ার ফারুকির এই শোয়ের সম্প্রচার। প্রথম পর্বের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারিব হাসমি ও ভিভিয়ান ডিসেনা। দ্বিতীয় এপিসোডের অতিথি শাকিব সালেম। এখনও পর্যন্ত শো চলছ। অভিযোগের ভিত্তিতে আপাপত কোনও প্রতিক্রিয়া দেননি স্টান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। উল্লেখ্য, এর আগেও মুনাওয়ারের বিরুদ্ধে অন্য ধর্মকে অবমাননার অভিযোগের ভিত্তিতে কারাদণ্ড হয়েছিল।