Munawar Faruqui: 'বিয়ের দু'দিন আগে হাসপাতালে...', জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ মুনাওয়ার ফারুকির

Munawar Faruqui News: স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি ব্যক্তিগত জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন। বিয়ের দুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর...?

Munawar Faruqui News: স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি ব্যক্তিগত জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন। বিয়ের দুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর...?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
VHP objects, Delhi Police says no to mr Munawar Faruqui show

জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ মুনাওয়ার ফারুকির

Munawar Faruqui Personal Life: ইন্ডিয়া'জ গট ল্যাটেন্ট বা ইন্ডিয়া'জ গট ট্যালেন্ট শো-য়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রণবীর ইলাহাবাদিয়ার মা-বাবার সঙ্গম সংক্রান্ত মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বিতর্কের আঁচ এসে পড়েছে শোয়ে অংশগ্রহণকারীদের উপরও। রণবীরের আপত্তিকর মন্তব্যের জেরে তাঁদেরকেও আদালত থেকে সমন পাঠানো হয়েছে। সেই বিতর্কের মাঝে স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির লেটেস্ট শো 'হফতা ওয়াসুলি' নিষিদ্ধ করার দাবি উঠেছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ও আশালীনভাবে শোয়ের প্রচারের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বিগ বস বিজয়ী মুনাওয়ার  ফারুকি এবার ব্যক্তিগত জীবন নিয়ে সানা খানের পডকাস্টে মুখ খুললেন। 

Advertisment

রিয়্যালিটি শো বিগ বস ১৭-এর বিজয়ী মুনাওয়ার ফারুকি জানান, মেহজবিনকে বিয়ের দুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু, তিনি চাননি কোনও পরিস্থিতিতেই বিয়েটা পিছিয়ে যাক। ২০২৪-এর ২৬ মে গোপনে বিয়ে সারেন মুনাওয়ার ও মেহজবিন। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়েই দ্বিতীয়বার নতুন সংসার পেতেছেন মুনাওয়ার। সেই দিনের স্মৃতিচারণা করে বলেন, 'আমি দুদিনের জন্য হাসপাতালে বর্তি হয়েছিলাম। চিকিৎসরা বলেছিলেন তাড়াতাড়িই ছেড়ে দেওয়া হবে। ওটা শুনে আমি চিন্তিত হয়ে পড়ি। ওঁদের বলেছিলাম, কাল তো আমার বিয়ে! ওঁরা কথাটা শুনে হেসে বলেছিল এখন কোনওভাবেই ছাড়া সম্ভব নয়। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাকে কোনওরকম খাবার খেতে বারণ করেছিলেন। আমি সেই পরামর্শ মেনেই চলেছি। কারন যাই হয়ে যাক আমাকে বিয়ের দিন পৌঁছতে হবে।'

৩৩ বছর বয়সী স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার আরও বলেন, 'আমি একদমই চাইনি বিয়ের দিন পিছিয়ে যাক বা বাতিল হয়ে যাক। সবোই আমাকে নিয়ে চিন্তিত ছিল যে কী ভাবে বিয়টা হবে। আমি প্রত্যেককে আশ্বস্ত করেছিলাম, সব কিছু পরিকল্পনামাফিকই হবে।' প্রসঙ্গত, হিনা খানই মেহজবিন ও মুনাওয়ারকে কাছাকাছি আসতে সাহায্য করেছিলেন। জ্যাসমিনের সঙ্গে প্রথমবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুনাওয়ার। তাঁদের রয়েছে একটি পুত্র সন্তান। অন্যদিনে মেহজবিনেরও রয়েছে প্রথম পক্ষের ১১ বছরের কন্যা সন্তান। 

viral youtuber Youtuber Munawar Faruqui