Munmun Sen-Sreelekha Mitra: 'কী অদ্ভুত মহিলা...', অভিনেত্রী শ্রীলেখা মিত্র যে এমন একজন মানুষের কাছ থেকে এহেন ট্রিটমেন্ট পাবেন, হয়তো বা জীবনে আশা করেননি। কিন্তু সেটা হচ্ছে, এবং অভিনেত্রী নিজের চোখের সামনে দেখেছেন সেটি। সমাজ মাধ্যমে সকলের উদ্দেশ্যে সেই দৃশ্য শেয়ার করেছেন। শ্রীলেখা মিত্র সবসময় খুব সক্রিয়, আর এবার...
তিনি নিজের কোনও মন্তব্য বা কোনও কাজের আপডেট কিছুই রেখে ঢেকে করেন না। বরং, ওপেন বুকের মত সবটাই সমাজ মাধ্যমে জানিয়ে দেন তিনি। আর এবার যখন খোদ মহানায়িকার কন্যা তাঁর এতবড় কাজ করে দিচ্ছেন, লজ্জায় কোথায় মুখ লুকোবেন তিনি বুঝে উঠতে পারছেন না। শ্রীলেখার ঘর গুছিয়ে দিতে দেখা গেল খোদ মুনমুন সেনকে। এই মানুষটিকে নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে আছে। কেউ বলেন, তিনি অতিরিক্ত ন্যাকামি করেন, আবার কেউ বলেন, ঢং করে কথা বলা তাঁর কাজ। কিন্তু, শ্রীলেখা তাঁর প্রশংসায় পঞ্চমুখ...
মুনমুন সেন তাঁর ঘর গুছিয়ে দিচ্ছেন দেখে, সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করলেন তিনি। যেখানে তাঁকে বলতে শোনা গেল, "আমার ঘর গুছিয়ে দিচ্ছে কে দেখো? এই মহিলা আমার ঘর গুছিয়ে দিচ্ছে। আর আমি করতেও দিচ্ছি, না করছি না। কোনও মানে হয়? কী করছে দেখুন, আমার লজ্জা লাগছে।" ভিডিওর মাঝে মাঝে তাদের ব্যক্তিগত কথপোকথন করতেও দেখা গেল তাঁদের। এবং এটুকু বোঝা গেল যে মুনমুন শায়া হারিয়ে ফেলেছেন যেটি তিনি খুঁজে পাচ্ছেন না। যদিও, শ্রীলেখা পরে আস্বস্ত করেন যে তিনি খুঁজে দেবেন। সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখছেন...
"জানি, ওনাকে নিয়ে অনেক মিথ আছে। কিন্তু, উনি আমায় সবসময় ভালবাসা দিয়ে এসেছেন। এত ভালবাসা দিয়ে কী করব, কেউ বলো? রিয়া, রাইমা দেখো, তোমাদের মাকে আমি ছিনিয়ে নিয়ে এসেছি। "এখানেই শেষ না। অভিনেত্রী মুনমুন সেনের কাণ্ডে অবাক, কিন্তু নিজের ভাগ্যে তাঁর বিশ্বাস হচ্ছে না। তাই তো তাঁকে বলতে শোনা গেল...
"কী মিষ্টি মহিলা, ভাবা যায়? সুচিত্রা সেনের মেয়ে নাকি আমার ঘর গুছিয়ে দিচ্ছেন! আমার বাবা মা তো স্বর্গে গিয়ে বলছে... এবার তুমি থামো..।" উল্লেখ্য, শ্রীলেখা ভীষণ ঠোঁটকাটা হলেও ভালবাসার কদর করতে জানেন। সেরকমই মুনমুন সেন, কিছুদিন আগেই হারিয়েছেন তাঁর স্বামীকে। কিন্তু মানুষ হিসেবে তাঁর যে জবাব নেই, সেই কথা পরিষ্কার।