বাবা-মায়ের ওপর ভয়ঙ্কর অভিযোগ এনেছিলেন আমাল মালিক। তাঁদের জন্যই ভাল নেই আমাল। দুই ভাই আরমান এবং আমালের মধ্যেও সম্পর্ক খারাপ হয়েছে তাঁদের জন্যই। এমনই কিছু জানিয়েছিলেন সুরকার। পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এমনটাও জানানো হয়েছিল। এতদিনে তাঁর বাবা মুখ খুলেছেন।
প্রবীণ সংগীত সুরকার ডাবু মালিক অবশেষে তার নীরবতা ভেঙেছেন ঠিক তখন যখন, তার ছেলে গায়ক-গীতিকার আমাল মালিক হতাশা এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের সাথে তার সংগ্রামের কথা প্রকাশ করেছেন। আমাল, নিজের পোস্টে আরও জানিয়েছেন যে বছরের পর বছর কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তিনি নিজের পরিবারের দ্বারা অপ্রশংসিত এবং প্রশ্নবিদ্ধ বোধ করেছিলেন।
শনিবার তাঁর বাবা ডাবু মালিক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের মতো করে এই বিতর্কের জবাব দিয়েছেন। ছেলে আমাল মালিকের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন তিনি। ছেলের গালে চুমু খেতে দেখা গিয়েছে তাঁকে। এবং এই ছবি পোস্ট করেই তিনি লিখেছেন, তোমাকে ভালবাসি আমি। ছেলের রাগ ভাঙ্গাতেই কি তবে এই পোসট্ করলেন তিনি।
যদিও বা আমাল জানিয়েছিলেন পরিবারের থেকে দূরে যাচ্ছেন কিন্তু তাঁদের সঙ্গে কাজের সম্পর্ক বজায় রাখবেন তিনি। কিন্তু, ভাইয়ের সঙ্গে আস্তে ধীরে সবকিছু ঠিক করার চেষ্টা করছেন তিনি। আমাল সমাজ মাধ্যমে লিখেছিলেন...
"আমি এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমি আর নীরব থাকতে পারি না। বছরের পর বছর ধরে, মানুষের জন্য একটি নিরাপদ জীবন তৈরি করার জন্য দিনরাত পরিশ্রম করার পরেও আমাকে মনে করা হয়েছে যে আমি কম। আমি আমার প্রতিটি স্বপ্ন বাতিল করে দিয়েছিলাম। গত এক দশকে প্রকাশিত ১২৬টি সুরের প্রতিটিই তৈরি করতে আমি আমার রক্ত, ঘাম ও অশ্রু ব্যয় করেছি।"