একুশের কুম্ভমেলা (Kumbh Mela 2021) নিয়ে যেখানে দেশজোড়া সমালোচনার ঝড় বইছে, অতিমারীর প্রচণ্ড প্রকোপেও এমন ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য মোদী সরকারকে তুলোধোনা করতে ছাড়ছেন না নেটজনতার একাংশ, এবার এর মাঝেই প্রকাশ্যে এল আরও এক বিস্ফোরক তথ্য। প্রয়াত বলিউড সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠোরের করোনা সংক্রমণ ঘটেছে হরিদ্বারের কুম্ভমেলা থেকেই।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে প্রাণঘাতী করোনা ভাইরাস কেড়ে নিয়েছে বলিউডের বিখ্যাত নদিম-শ্রবণ (Nadeem-Shravan) জুটির শ্রবণ রাঠোরকে (Shravan Rathod)। সঙ্গীত পরিচালকের মৃত্যুতে স্বাভাবিকবশতই শোকের ছায়া বলিমহলে। শোকাতুর অনুরাগীদের কথায়, হিন্দি সিনেমার সঙ্গীতজগতের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল শ্রবণের সঙ্গেই। শুক্রবার তাঁর বড় ছেলে সঞ্জীব রাঠোর কাছ থেকে জানা গেল সংক্রমণের উৎস। যিনি নিজেও কিনা এইমুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, স্ত্রীকে নিয়ে কুম্ভমেলায় গিয়েছিলেন শ্রবণ রাঠোর। সেখান থেকেই মারণ ভাইরাস থাবা বসায় তাঁর শরীরে।
হরিদ্বারের পুণ্যতিথির কুম্ভমেলায় স্ত্রী বিমলাকে নিয়ে গিয়েছিলেন শ্রবণ। সেখান থেকে ফেরার পরই প্রবল শ্বাসকষ্ট শুরু তাঁদের। এরপরই তড়িঘড়ি কোভিড পরীক্ষা করানো হয়। দুজনের রিপোর্ট-ই পজিটিভ আসে। আক্রান্ত হন সঙ্গীত পরিচালকের দুই ছেলেও। তবে, শ্রবণের কো-মর্বিডিটি থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। পরে স্ত্রী এবং বড় ছেলে সঞ্জীবেরও শারীরিক পরিস্থিতির খানিক অবনতি হওয়ায় অন্য এক হাসপাতালে ভর্তি হতে হয় তাঁদের। তবে ছোট ছেলে করোনা আক্রান্ত হলেও তুলনামূলকভাবে সুস্থ। সেই প্রেক্ষিতেই তাঁকে বাবা শ্রবণের সৎকার করার অনুমতি দেওয়া হয়।