Must Watch 6 Comedy Movies: সারাদিন কাজের চাপে ক্লান্ত? মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে চলে যাই? নিজের মাথা কাজ করে না? একটু প্রাণ খুলে হাসতে ইচ্ছে করে? কিন্তু তাঁর সঙ্গে সঙ্গে এমনও মনে হয়, যদি কথা বলতে গেলেই বিপদ বাড়ে? তাহলে আর যাই হোক! সিনেমা দেখার থেকে ভাল বিষয় আর কিছু হয় না। এবং সেগুলি যদি কমেডি সিনেমা হয়, এবং যেগুলি পুরোনো হলেও OTT platforms এ দেখা যেতে পারে?
সেই কমেডি ছবিগুলি কিন্তু দীর্ঘ বহু সময় ধরে মানুষের মনোরঞ্জন করে এসেছে। এবং এখনও সেই ক্লাসিক ছবিগুলো দেখতে শুরু করলে একেবারেই কেউ বোর হবেন না। দেখুন তো, প্রাণ খুলে যাবেন যেই ছবিগুলো দেখলে সেগুলি এই তালিকায় রয়েছে কিনা?
ধামাল: চার বন্ধু এবং এক ইন্সপেক্টরের গল্প এই তুখোড় হাসি ছবি। গোয়া গিয়ে, চার বন্ধুর গুপ্তধন খোঁজার প্ল্যান, এবং তাঁদের ধরার প্ল্যান ফেঁদে বসেন ইন্সপেক্টর কবীর। এই ছবি দেখতে বসলে হাসতে গিয়েও কেঁদে ফেলবেন। দেখা যাবে, অ্যামাজন প্রাইম এবং ZEE 5 এ।
ওয়েলকাম: এই ছবির প্রথম পার্টের মতো আর কোনো ভাগ নয়। অনিল কাপুর থেকে নানা পাটেকর এবং অক্ষয় ক্যাটরিনার রোম্যান্স, সঙ্গে আনলিমিটেড হাসি, হেসে হেসে পেটে ব্যথা ধরে যাবে। সঙ্গে RDX তো রয়েছেই। ছবি দেখা যাবে, Netflix এ।
চুপ চুপ কে: ইনোসেন্ট বোবা শাহিদ কাপুর এবং করিনা কাপুর জুটির অন্যতম ছবি এটি। এই ছবি দেখতে বসলে না হেসে উপায় নেই। বিশেষ করে শক্তি কাপুর, ওম পুরি এবং রাজপাল যেখানে রয়েছেন সেখানে কি হাসির সুযোগ কিছু কম থাকবে? নিশ্চই না। এই ছবি দেখা যাবে, Netflix এ।
চেন্নাই এক্সপ্রেস: শাহরুখ এবং তাঁর মিনাম্মা অর্থাৎ দীপিকা পাডুকোন, এই দুইয়ের কেমিস্ট্রি এবং ভরপুর কমেডি, যেগুলি আপনাকে হাসতে বাধ্য করবেই। একেই যদি শাহরুখ ভক্ত হন, তাহলে তো কথাই নেই। এই ছবি দেখা যাবে, Netflix এ।
মুন্না ভাই এমবিবিএস: এই ছবি রাজু হিরানির ক্লাসিক ছবি। সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ার্সি অভিনীত এই কাল্ট ছবি যারা দেখেছেন, তাঁরা আরেকবার দেখলেও ক্ষতি নেই। কিন্তু, এই ছবি শুধু কমেডি না, বরং সমাজকে দারুণ এক বার্তাও দিয়েছিল। এই ছবি দেখা যাবে, Netflix এ।
হেরা ফেরি এবং ফির হেরা ফেরি: এই দুটি ছবিই কালট ক্লাসিক। আজও, কমেডির দুনিয়ায় এই ছবি ঐতিহাসিক। সুনীল শেঠি - অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল অভিনীত এই ছবি ভারতীয় ছবিতে আলোড়ন তুলেছিল। এবং জানা গিয়েছে, এই ছবির তৃতীয় পার্ট আসছে খুব শীঘ্রই। এই ছবি দুটি দেখা যাবে Netflix এ।