পড়াশোনার নামে এ কী ধরনের জাত পাত এবং বর্ণবিদ্বেষী আচরণ! তাও, আবার স্কুলের শিক্ষিকা? যার কর্তব্য ছোটদের শিক্ষার আলোয় আলোকিত করা? মুজাফফরনগরের ঘটনায় রেগে আগুন স্বস্তিকা - স্বরা।
মুসলিম ছাত্রকে হিন্দু সহপাঠীদের দিয়ে মার! প্রকাশ্যে এহেন ঘৃণ্য আচরণ, তারপরেও শাস্তি হচ্ছে না কেন? আওয়াজ উঠছে এমনই! তৃপ্তি ত্যাগী নামের এই শিক্ষিকা পড়াশোনার জায়গায় গর্হিত অপরাধ করেছেন, তারপরেও সেই শিক্ষিকার বিরুদ্ধে কোনও আইনি মামলা হবে না, এমনই লিখিয়ে নেওয়া হয়েছে পড়ুয়ার বাবার কাছ থেকে। ঘটনায় চাঞ্চল্য, স্বরা ভাস্কর রেগে গিয়ে বললেন...
"প্রিয় 'মর্মাহত' সহ হিন্দু ভাই, আপনি যদি বিজেপিকে ভোট দিয়ে থাকেন তবে এটি জানা উচিত। পদের গোঁড়ামি এবং ঘৃণার মুখে 'উদ্দেশ্য' বা 'নিরপেক্ষ' হওয়ার চেষ্টা করেছেন, 'উভয় পক্ষ' দেখার দাবি করেছেন, গত দশক ধরে যা ঘটছে তাতে চুপ থেকেছেন। এই যে আঘাত এটা তো আপনাদের দেখা উচিত।" শুধু তিনি একা নন, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও এই প্রসঙ্গে ধিক্কার জানিয়েছেন। তিনি বলছেন...
"সত্যি? একজন শিক্ষক? এটাই আশা করা উচিত আমাদের? এর থেকে কীভাবে রেহাই মিলবে? সমাজের এই অবস্থা?" উত্তরপ্রদেশের এই ঘটনায় নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে গর্জে উঠেছেন অনেকেই।
কী ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে?
উত্তরপ্রদেশের মুজাফফরনগরের একটি বেসরকারী স্কুলের শিক্ষক তার শ্রেণীকক্ষে একজন মুসলিম ছাত্রকে একের পর এক আঘাত করতে বলেন। মুসলিম বিশ্বাসের কথা উল্লেখ করেই, "মহামেডান শিশুদের" সম্পর্কে অবমাননাকরভাবে কথা বলেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার মনসুরপুর থানার আওতাধীন খুব্বাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এবং শিক্ষা কর্তৃপক্ষ উভয়ই শিক্ষিকা, ত্রিপ্তি ত্যাগী, সেইসাথে নেহা পাবলিক স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অনুসন্ধান করছে।