‘দাদার মৃত্যুযোগ জানতেন বাবা, তাও!’ টুইঙ্কল খান্নাকে পরিবার নিয়ে কী বললেন জ্যাকি শ্রফ

Bollywood: ‘আমার বাবা জ্যোতিষচর্চা করতেন। মৃত্যুর আগের দিন দাদাকে বলেছিলেন কাল সময় খারাপ কাজে যেও না।’

Jackie Shroff, Astrology, Twinkle Khanna
টুইঙ্কল খান্নার চ্যাট শোয়ে এই মন্তব্য করেন জ্যাকি।

Bollywood: বাবা জানতেন দাদার মৃত্যুযোগ আছে। কিন্তু তাও তাঁকে বাঁচান যায়নি। একজনকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল দাদা। সাম্প্রতিক সাক্ষাৎকারে এমনটাই জানান জ্যাকি শ্রফ। ট্যুইঙ্কল খান্নার শোয়ে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জ্যাকি। সেখানেই নিজের শৈশব-সহ মা এবং দাদার মৃত্যু নিওয়ে অকপট ছিলেন অভিনেতা। তিনি বলেন, ‘আমার বাবা জ্যোতিষচর্চা করতেন। মৃত্যুর আগের দিন দাদাকে বলেছিলেন কাল সময় খারাপ কাজে যেও না। দাদা সেই কথা শুনেছিলেন। কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে ছিলেন। কিন্তু দাদার চোখের সামনেই একজন সমুদ্রে ডুবে যাচ্ছিল, তাঁকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনা। সেই সময় সাঁতারও জানতেন না দাদা। আমার সঙ্গে আমার দাদার বয়সের পার্থক্য ৭ বছর। দাদার মৃত্যুর সময় আমার ১০ আর ওর ছিল ১৭।‘

খানিকটা আবেগঘন হয়েই জ্যাকি শ্রফ বলেছেন, ‘এসব জীবনের গল্প। আমরা এসবকিছু দেখেছি। মনের ভিতর থেকে যায়, ছবি গেঁথে যায়।‘ বাবার জ্যোতিষচর্চা নিয়েও সেই অনুষ্ঠানে মুখ খুলেছিলেন জ্যাকি। তিনি বলেন, ‘অনেক বলেন জ্যোতিষচর্চা ভণ্ডামি। কিন্তু আবাব দু’বার সঠিক পূর্বাভাস দিয়েছিলেন। একবার দাদার বেলায় আর একবার আমাকে বলেছিলেন আমি অভিনেতা হব।‘

মায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন জ্যাকি শ্রফ। সেই প্রসঙ্গে প্রবীণ এই অভিনেতা বলেন,’মায়ের মৃতদেহের সামনে আমার হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল। এমন অবস্থা হয়েছিল আগুন থেকে তাপ নিয়ে আমাকে উষ্ণ করার প্রয়োজন ছিল। কিন্তু কোনওভাবেই যাতে চিতায় ঝাঁপ না দিই, সেটাই সবার চিন্তা ছিল।‘   

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: My father predicted elders brothers death time but we could not save him says jackie shroff entertainment

Next Story
ক্লাইভ লয়েডকে দেখে ভূত ভেবেছিলেন, ৮৩’র শুটিংয়ের গোপন কথা ফাঁস রণবীরের
Exit mobile version