মাস দুয়েক হয়েছে, বলিউড হারিয়েছে অভিনেতা ইরফানকে। সেই রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। ইরফান ছিলেন বলিউডের এমন এক খান, যার ছবি দর্শকের মনে জায়গা করে নিয়েছে, আন্তর্জাতিক স্তরের অভিনয়ের জন্যে প্রশংসিত হয়েছেন অভিনেতা নিজে, তবু তাঁর ছবি বক্স অফিসকে তেমন সাফল্য এনে দিতে পারেনি কখনোই। সেই যন্ত্রণার কথাই ইরফান পুত্রের এক পোস্টে উচ্চারিত হল আবার।
ইন্সটাগ্রামের এক পোস্টে ইরফান পুত্র বাবিল বলেন, "বিশ্ব চলচ্চিত্রের ছাত্র হিসেবে বাবা আমাকে শিখিয়েছেন কীভাবে বলিউডের গণ্ডীর বাইরে গিয়ে সিনেমাকে জানতে হবে। ছয় থেকে নয়ের দশক পর্যন্ত ভারতীয় ছবির যে বিশাল পরিধি, সে সম্পর্কে কজন জানে? বিদেশে ভারতীয় ছবি বলতে শুধু বোঝায় বলিউড এন্ড বিয়ন্ড হিসেবে। এখানে সত্যজিৎ, কে আসিফের মতো নাম কজন জানেন? আমার বাবা সব বাধা পেরিয়েও অভিনয়কে শিল্পের স্তরে রাখতে চেয়েছিলেন বরাবর। আর প্রতিবার মুখ থুবড়ে পড়েছে সে সব বক্স অফিসে। আমাদের চাওয়া পাওয়ার কাছে, সিক্স প্যাকের কাছে হেরে গিয়েছে বাবা প্রতিবার। বিনোদন, যৌনতা আর আইটেম সং চেয়েছি আমরা। কিন্তু সুশান্তের মৃত্যু নিয়ে যেভাবে রাজনৈতিক তরজা বাড়ছে তাতে যদি কোনও পরিবর্তন আসে, তাতে আখেরে নতুন প্রজন্মেরই প্রাপ্তি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন