Advertisment
Presenting Partner
Desktop GIF

খুন না আত্মহত্যা? যোধপুর পার্কে রহস্যমৃত্যু বাঙালি অভিনেত্রীর

অভিনেত্রীর মৃত্যুতে তদন্তে নেমেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Ariya Banerjee

আবারও শহরের বুকে দুর্ঘটনা। যোধপুর পার্কে রহস্যমৃত্যু বাঙালি অভিনেত্রীর। আরিয়া বন্দ্যোপাধ্যায় নামে ওই অভিনেত্রীর রহস্যমৃত্যুর খবরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সিনেমহলে। পুলিশ সূত্রে খবর, বাড়ির ঘরের মেঝেতে মৃতদেহের পাশে মিলেছে রক্ত। তাহলে কি এটা খুন না আত্মহত্যা? উঠছে প্রশ্ন।

Advertisment

বেশ কয়েকটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন আরিয়া। যার মধ্যে অন্যতম 'লাভ সেক্স অউর ধোঁকা', 'ডার্টি পিকচার'। আরিয়ার দেহ নিয়ে যাওয়ার জন্য পুলিশের গাড়ি ইতিমধ্যেই এসে পৌঁছেছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। অভিনেত্রীর বাড়ির পরিচারিকা জানিয়েছেন, "সকালে প্রথমে ফোন করেছিলাম, সুইচড অফ ছিল। পরে বেল বাজিয়ে দেখলাম সাড়া নেই। ঘরে ঢুকতেই দেখলাম পড়ে রয়েছে দেহ। উনি কখনও গল্প করতেন না। আমি বেল টিপলে উনি দরজা খুলে দিয়ে ভিতরে নিজের ঘরে চলে যেতেন। কুকুর নিয়ে সময় কাটাতেন। কখনও কোনও বন্ধুবান্ধবকেও আসতে দেখিনি।"

আরিয়ার এক প্রতিবেশী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অভিনেত্রী নাকি অনেকদিন ধরেই একাকীত্বে ভুগছিলেন। ছোটবেলা থেকেই ওঁকে চিনি। আমার মায়ের কাছে একসময় পড়তে আসতেন। মৃত্যুটা সত্যিই দুঃখজনক।" তাহলে কি একাকীত্বে ভুগে মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করলেন অভিনেত্রী? নাকি এটা খুন? পুলিশ অবশ্য খতিয়ে দেখছে যে আরিয়া সত্যিই মানসিক অবসাদে ভুগছিলেন কিনা।

Advertisment