অতীত ভুলে নতুন শুরু নবনীতার। অভিনেত্রী নবনীতা দাসের জীবনে খুশির জোয়ার। শুভ পথে এগিয়ে গেলেন অভিনেত্রী। সেই কথা নিজেই সমাজ মাধ্যমে শেয়ার করলেন। জানালেন, ঠিক কীভাবে তিনি নতুন শুরুর পথে পা বাড়িয়েছেন।
নবনীতা টেলিভিশনের জনপ্রিয় মুখ। দীর্ঘদিন, সাধক বামাখ্যাপা ধারাবাহিকে তারা মা হিসেবে তাঁকে দেখা গিয়েছে। অভিনেত্রী, জীবনের এক গাঢ় অধ্যায় পেরিয়ে তাঁকে দেখা যাচ্ছে নতুন করে শুরু করতে। আর সেই প্রসঙ্গেই অভিনেত্রী সমাজ মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেছেন। পরনে ম্যাজেন্দা রঙের শাড়ি, অভিনেত্রী নিজে হাতেই সেই নতুন শুরুর জন্য আয়োজন করলেন।
গত একবছরে, তাঁকে অনেককিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। পুরোনো দাম্পত্য ভেঙে নবনীতা জীবনের অন্য অর্থ খুঁজে পেয়েছিলেন। আর দেখালেন, নতুন বাড়িটা কীভাবে সাজিয়েছেন তিনি। হ্যাঁ! নতুন বাড়ি বানিয়েছেন নবনীতা। আর তাঁর প্রতিটা জায়গা নিজের মত করে সাজিয়েছেন। অভিনেত্রীর ছবিতে সেই দৃশ্যও দেখা গেল।
সাদা ফুল এবং গাঁদা ফুল দিয়ে নিজের বাড়ি সাজিয়েছেন তিনি। আজ গৃহপ্রবেশের পুজো হয়েছে সেই বাড়িতে। অভিনেত্রী সেই ছবি শেয়ার করে লিখেছেন, "নতুন শুভারম্ভ।" বাড়িতে ব্যালকনি রয়েছে নবনীতার। আজ তাঁর ব্যস্ততা তুঙ্গে। বাড়িতে অনেক অতিথিরা এসেছেন। তাঁদের আপ্যায়নে ব্যস্ত অভিনেত্রী।
উল্লেখ্য, কিছুদিন আগে তাঁকে দেখা গিয়েছিল তুমি আশে পাশে থাকলে ধারাবাহিকে। সমাজ মাধ্যমে সক্রিয় অভিনেত্রী জীবনের নানা আপডেট শেয়ার করে নেন তাঁর ভক্তদের সঙ্গে। তাই, এক্ষেত্রেও তিনি পিছিয়ে থাকলেন না।