Advertisment

বিচ্ছেদ-বিতর্ক, তারপরই বিরাট সুযোগ! নবনীতাকে সঙ্গে নিয়েই বড়পর্দায় আসছেন প্রযোজক

অবশেষে বিরাট সুযোগ পেলেন নবনীতা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
nabanita das, nabanita das tollywood, jeetu nabanita, jeetu kamal nabanita divorce, জিতু-নবনীতা, জিতু কামাল, টলিউড, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

নবনীতার টলি ব্রেক

দীর্ঘ বিতর্ক, সম্পর্কের টানাপোড়েন-কাটাছেঁড়া, কিন্তু এ-কদিন বেশ শান্ত থেকেছেন নবনীতা। জিতু এবং তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, চর্চা চলছে প্রতিনিয়ত। টানা তিনমাস আলাদা থাকার পর, হঠাৎ কেন এহেন সিদ্ধান্ত নিলেন মানুষকে জানানোর, এই নিয়েও উঠছে প্রশ্ন। তবে, এবার যেন ভাল কিছুর অপেক্ষা... কারণ?

Advertisment

অনেকেরই ধারণা এমন ছিল, নবনীতা কেরিয়ারে পেরে উঠছেন না জিতুর সঙ্গে। এবং অভিনেতার থেকে প্রাপ্য সময়টুকু মিলছে না তাঁর। সে কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। নবনীতার মসিহা হয়ে উঠলেন, টলিপাড়ার এক প্রযোজক। রানা সরকার নাকি হাত মিলিয়েছেন নবনীতার সঙ্গে। গতকাল, একটি ছবি পোস্ট করেন তিনি। নবনীতাকে সঙ্গে নিয়েই সেই ছবিতে ক্যাপশনে লিখলেন, জয় মা তাঁরা। তারপর থেকেই জোরালো গুঞ্জন। বেশিরভাগ দাবি করেছেন রানা সরকারের সঙ্গে কি তবে বড়পর্দায় দেখা যেতে চলেছে তাঁকে?

আরও পড়ুন < ‘আমায় ঘেন্না করতে পারো, তবে…’, বিচ্ছেদ-বিতর্কের মাঝেই কড়া মন্তব্য জিতুর! >

নবনীতা এখনও নিজের প্রোফাইলে এহেন কোনও উল্লেখ না করলেও, প্রযোজক রানা সরকার এই বিষয়ে সংবাদমাধ্যমে অল্প কিছুই জানিয়েছেন। তিনি জানান, একথা একেবারেই সত্যি যে নবনীতার সঙ্গে বড়পর্দায় কাজ করতে চলেছেন তিনি। অর্থাৎ, এতবছর ইন্ডাস্ট্রিতে থাকার পর তিনি ব্রেক পেতে চলেছেন বড়পর্দায়। প্রাথমিক কথাও সম্পন্ন। এবার, সিলভার স্ক্রিনের পালা। কেমন চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি?

সাধক বামাখ্যাপা শোয়ে সব্যসাচীর সঙ্গে সঙ্গেই নবনীতা নিজেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন মা তারা চরিত্রে। দীর্ঘ সময় ধরে নিজের অভিনয়ের দ্বারা মানুষকে মুগ্ধ করেন তিনি। রানা দাবি করেছেন, এই চরিত্রের খাতিরেই বেশ প্রশংসা পান নবনীতা। সেরকম একটি চরিত্রই তিনি ভেবে রেখেছেন অভিনেত্রীর জন্য। কিন্তু, হিরো কে হতে চলেছেন সেটি এখনও সারপ্রাইজ রেখেছেন তিনি।

আরও পড়ুন < ‘টিম ইন্ডিয়ায় পুরুষ সিংহ নেই..?’ মণিপুর বিতর্কে ছবি বানানোর আর্জি যেতেই চূড়ান্ত চটলেন বিবেক >

সংসারে মিলছিল না কিছুই। ভাল ছিলেন না দুজনে। জিতুর শুটিং এর ব্যস্ততা এবং নবনীতা নতুন সিরিয়াল নিয়েই দিন কাটাচ্ছিলেন। অবশেষে বিচ্ছেদের কথা ঘোষণা করেন অভিনেত্রী। সামনে বিরাট সময়, এখন নিজেকে নতুন করে খোঁজার পালা।

tollywood Nabanita Das Entertainment News
Advertisment