New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/15/85TebZ2a7wdfc329QfS7.png)
দেখুন তো< এই ছবিগুলো দেখা কিনা... Photograph: ( ফাইল)
দেখুন তো< এই ছবিগুলো দেখা কিনা... Photograph: ( ফাইল)
Nabobarsha Special Films: নতুন বছর হবে, নববর্ষ হবে, কিন্তু বাংলা ছবির উদযাপন হবে না? এও আবার হয় নাকি? নিশ্চয়ই হয় না। বাঙালির উদযাপন মানেই সিনেমা থাকতেই হবে। পুজো হোক বা পার্বণ, বাঙালির উদযাপনে সিনেমা কিন্তু লাগে। নববর্ষ উপলক্ষে কোন কোন ছবি একেবারে না দেখলেই নয়? নববর্ষ অর্থাৎ বাঙালির উৎসব। আর বাংলার কিছু অসাধারণ পরিচালকের ছবি না দেখলে হয়?
বাংলা ছবির উদযাপনে এমন কিছু ছবি আছে যেগুলি না দেখলে নববর্ষ মিস হতে পারে। কোনটি ভীষণ ড্রামাটিক আবার কোনটি দারুণ ইমোশনাল। কিন্তু, এই ছবিগুলো বাঙালির অল-টাইম ফেভারিট। যেমন?
আলোঃ পরিচালক তরুণ মজুমদার। এই ছবির মুখ্য ভূমিকায় ঋতুপর্ণা। এই ছবির বেশিরভাগ জায়গা জুড়ে বৈশাখ। এই ছবি এমন এক সুন্দর গপ্ল বলে, বাঙালি কখনই ভুলবে না এই ছবি। যেমন ইমোশনাল এই ছবি সেরকমই বাঙালির মনের কাছের।
বেলাশেষেঃ শিবপ্রসাদ এবং নন্দিতার এই ছবি যেমন মানুষের পছন্দের তেমনই এক দারুণ গল্প বলে এই ছবি। এই ছবিতে শ্রেষ্ঠ আকর্ষণ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। এই ছবি একরকম বাঙালির উৎসব উদযাপনের মতোই।
১৯শে এপ্রিলঃ এই ছবি ঋতুপর্ণ ঘোষের ক্লাসিক। সরোজিনী যিনি একজন অসাধারণ নৃত্যশিল্পী, সে এবং তাঁর মেয়েকে নিয়ে এই গল্প। কেরিয়ারে ভীষণ সফল একজন মানুষ কিন্তু ব্যক্তিগত জীবনে তাঁর একেবারেই শান্তি ছিল না। এই ছবি কিন্তু না দেখলে মিস করবেন।
অপরাজিতঃ সত্যজিৎ রায়কে উদযাপন করতে আলাদা করে কোনও পার্বণ লাগে না। কারণ তিনি নিজেই এমন একজন মানুষ যিনি বিশ্বের কাছে বাঙালির ভাবনা চিন্তাকে আরও প্রশস্ত করেছেন। তাই তাঁকে নিয়ে বানানো এই ছবি, যা অনীক দত্তের পরিচালনায় সেটি আজকের দিনে দেখা যেতেই পারে। এই ছবিতে তাঁর ভূমিকায় কাজ করেছেন জিতু কামাল।
পদাতিকঃ সৃজিত মুখোপাধ্যায় অসংখ্য ছবি উপহার দিয়েছেন, কিন্তু এই ছবিটা আলাদারকমের এক ছবি। এই ছবিতে পরিচালক মৃণাল সেনকে ট্রিবিউট দেওয়া হয়েছে। এবং এই ছবি বহু জায়গায় প্রশংসা পেয়েছে। তাই এই ছবি বাংলা এবং বাঙালিকে সেলিব্রেট করার অন্যতম।