আজ ধর্মতলায় জনসমুদ্র! কারণ, ২১শে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা বিষয়ে মন্তব্য রাখছেন তিনি। স্টেজে উপস্থিত রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব এর পাশাপাশি তারকারাও। নবনির্মিত সাংসদদের পাশাপাশি দেব থেকে রাজ চক্রবর্তী সকলেই রয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে ওঠে বক্তৃতা দেওয়ার আগেই দেখা গেল নচিকেতা চক্রবর্তীকে। তিনি স্টেজে উঠে গান গাইলেন। তবে, একদম নতুন গান। শুধু তোমারই জন্য... গেয়ে রাজনীতি এবং দেশ তথা বিশ্বের পরিভাষা সহজেই বাতলে দিলেন। বিজেপির উদ্দেশ্যে তিনি গানের ছন্দে বলেন... "তুমি চেয়েছিলে স্বপ্নপুর, কিন্তু হয়ে গেল মনিপুর। ইউক্রেন থেকে ফ্রান্স সবাই বাঁচতে চাইছে...."
এরপরই তিনি গানে গানে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্টেজে উঠেই সকলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। নচিকেতা চক্রবর্তীকে দেখা গেল একটি চেনা গান গাইতে। তিনি বলেন, "এবার যাকে ডাকব, তাঁর অপেক্ষায় বসে আছেন সকলে।" একদিকে যখন আকাশে মেঘ করেছে। বৃষ্টি আসন্ন। নচিকেতা গাইলেন, "তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি..., দিদি এসো এবার!"
আরও পড়ুন - Arjun Chakraborty: ‘এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত…’ বিদেশে গিয়ে সখ্যতা বেড়েছে অন্য নায়িকার সঙ্গে? ডিভোর্স হচ্ছে অর্জুন – শ্রীজার!
এরপরই বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী। ঝমঝমিয়ে বৃষ্টি নামল। বৃষ্টি শেষ হয়ে গেল, কিন্তু তাঁর বক্তৃতা বন্ধ হল না। সবমিলিয়ে জমজমাট ২১ জুলাই। উল্লেখ্য, এর আগে তাঁকে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে দেখা গিয়েছিল। সেখানে, অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে তাঁকে সাক্ষাৎ করতে দেখা যায়। তিনি হাজির হয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধারের ডাকে।
মঞ্চে এদিন উপস্থিত দেব, রাজ চক্রবর্তী, রচনা বন্দোপাধ্যায়, জুন মালিয়া, লাভলি মৈত্র সকলেই। এছাড়াও টেলিভিশনের অনেকেই আজ উপস্থিত ছিলেন।