scorecardresearch

বড় খবর

গুরুতর অসুস্থ নচিকেতা চক্রবর্তী, বাতিল হল শো!

কী হয়েছে শিল্পীর?

nachiketa chakraborty, nachiketa chkaraborty artist
অসুস্থ নচিকেতা চক্রবর্তী

গুরুতর অসুস্থ নচিকেতা চক্রবর্তী। শারীরিক অসুস্থার কারণে শো বাতিল করলেন রামপুরহাটের! কী হয়েছে শিল্পীর? জানিয়েছেন নিজেই। আজ ৩ তারিখ পৌঁছানোর কথা ছিল শো করতে তবে যেতে পারলেন না শিল্পী।

শরীর সাংঘাতিক খারাপ। এতটা রাস্তা গাড়িতে বসে যেতে পারবেন না। নিজের সমস্যা প্রসঙ্গে আয়োজকদের জানালেই শিল্পীর শো বাতিল করেছেন আয়োজকরা। বরং একথা জানানো হয় যে নচিকেতার পরিবর্তে এই অনুষ্ঠান করবেন বাবুল সুপ্রিয়। নচিকেতা এদিন আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এই শো করতে যেতে পারছেন না। বললেন…

“৩ তারিখ আমার শো করতে যাওয়ার কথা ছিল। শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে যেতে পারছি না। এখন প্রায় সাড়ে তিনশো কিলোমিটার ট্রাভেল করার অবস্থায় নেই। চিকিৎসক এতটা রাস্তা যেতে নিষেধ করছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। কথা দিচ্ছি, সামনের বার ওখানে যাব, আপনাদের মনোরঞ্জন করব”। শেষ মুহূর্তে অনুষ্ঠান করতে পারবেন না যেহেতু তাই ক্ষমাও চেয়েছেন শিল্পী। কী কারণে শো বাতিল করেছেন সেই প্রসঙ্গে কিছুই জানান নি তিনি।

হাসিমুখেই সকলের কাছে ভাল থাকার প্রার্থনা করেছেন তিনি। শরীরে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। যদিও, শিল্পীকে দেখে যথেষ্ট উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সকলেই তাঁর সুস্থতায় আরোগ্য কামনা করেছেন। বেশিরভাগের বক্তব্য, “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন নচিকেতা। আপনি উজ্জ্বল নক্ষএ, আপনার সুস্থ থাকা দরকার”।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Nachiketa chakraborty health issues shows cancel