Advertisment
Presenting Partner
Desktop GIF

Nachiketa Chakraborty: 'সারা দেশের ঠ্যাকা নিয়ে বসে নেই তো..', রামনাম নয়! আগামীকাল কৃষ্ণভজন গাইবেন নচিকেতা

Ayodhya Ram mandir: শিল্পী এর আগেও রামমন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তবে, আগামীকাল রামের চরণে নয়, কৃষ্ণের গানই গাইতে শোনা যাবে তাঁকে

author-image
IE Bangla Entertainment Desk
New Update
nachiketa chakrabirty, ayodhya ram mandir

Nachiketa: কী বললেন শিল্পী? ছবি-সংগৃহীত

Nachiketa Chakraborty: আগামীকাল দেশের বড় অনুষ্ঠান। দীর্ঘ ৫০০ বছর পর রাম ফিরবেন নিজের রাজত্বে ( Ayodhya Ram Mandir )। অযোধ্যা নরেশকে স্বাগত জানাতে প্রস্তুত সকলেই। তারকা সমাগম তো বটেই, সেই সঙ্গে থাকতে চলেছেন ক্রিকেট দিজ্ঞজ থেকে রাজনীতির মানুষরাও।

Advertisment

এদিকে, সারাদেশ যখন রামনাম করছে, রাম ভজন গাইছে তখন, নচিকেতা চক্রবর্তী ( Nachiketa Chakraborty ) নিদারুণ অন্য ধারায় চলছেন। তিনি বরাবর, ভিন্ন স্রোতে গা ভাসাতে ভালবাসেন। তাই, এবার রামমন্দির উদঘাটনের দিন তিনি রাম নাম না, বরং কৃষ্ণপ্রেমে মাতবেন। শিল্পী প্রকাশ্যেই জানিয়েছেন সেকথা। কানাঘুষো, খবর তিনি আগামীকাল কৃষ্ণ নাম বলব.. গান গাইতে শোনা যাবে তাঁকে।

শিল্পী নিজে মুখেই শেয়ার করলেন সেকথা। তিনি এমনিও কৃষ্ণভক্ত। কৃষ্ণের গান গাইতে শোনা যায় তাঁকে। শিল্পী জানিয়েছেন, সারাদেশ যখন রামলালার ভজন গাইবেন তখন কৃষ্ণ নাম করবেন নচিকেতা। বললেন... "সারা দেশে কে কী করবে আমার দেখার দরকার নেই। আমি বরাবরের কৃষ্ণ ভক্ত। ফ্রান্সেও এখন যুদ্ধ চলছে। তার সঙ্গে তো কৃষ্ণ নামের কোনও যোগ নেই। আমি কৃষ্ণ ভক্ত, সেই গান গাওয়ার সুযোগ পেয়েছি এটাই বড় কথা। তাঁর সঙ্গে কোনদিন হবে, সেদিন সারাদেশে কী আছে, সেটা কোনও ব্যাপার না।"

আরও পড়ুন - Nachiketa Chakraborty: ‘রাজনৈতিক ক্ষমতা আরও নষ্ট করে দেবে আমায়..’, সমাজ বদলাতে পারলেন না ‘মার্কসবাদী’ নচিকেতা?

উল্লেখ্য, কিছুদিন আগেই তিনি রামমন্দির নিয়ে প্রকাশ্য স্টেজে যা বলেছিলেন তার জেরে বিতর্ক হয়। বহু পুরনো একটি গান, কিন্তু বর্তমান পরিস্থিতিতে গেয়েই রোষানলে পড়েন তিনি। কিন্তু, শিল্পীর তাতে কিছুই যায় আসে না। বরাবরের জীবনমুখী গান গাওয়া নচিকেতা সবসময় নিজের চেয়ে বেশি সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলেন।

ঠিক কী বলেছিলেন তিনি রামমন্দির নিয়ে ( Nachiketa On Ram mandir )?

নচিকেতা প্রকাশ্য মঞ্চে বলেন, "রামমন্দির নিয়ে একটা ধ্যাস্টামী শুরু হয়েছে। এখানে, কোনও ধর্মের বিষয় না বরং পুরোটাই রাজনৈতিক বিষয়।" যদিও, এরপর শিল্পী তাঁর সঙ্গীতমহল হোক বা রাজনীতিবিদ সকলের কাছ থেকেই বেশ কড়া কথা শুনেছেন।

Ayodhya Ram Temple tollywood Ram Temple Nachiketa Chakraborty Entertainment News
Advertisment