/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/nachiketa.jpg)
নচিকেতা
নচিকেতা চক্রবর্তী, তিনি একাই একশো! এককথায় আগুনপাখি। আজও স্টেজে উঠলে, কেঁপে ওঠে অডিটোরিয়াম। গতকাল শহরের এক অনুষ্ঠানে তিনি আবার প্রমাণ করলেন, যে কেন তিনি নচিকেতা।
তিনি নব্বই দশকের প্রেমিকদের আইকন। এক নীলাঞ্জনার মাঝে হাজার প্রেমিকের মনের কথা বলে গিয়েছিলেন তিনি। তারপর, অগুন্তিবার সমাজের নানা বিষয়ে গান লিখেছেন। আওয়াজ তুলেছেন নানা সময়ে। গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানে তাঁর ভক্তরাই জানিয়ে দিলেন, বাঙালির নচিকেতা ছাড়া আর কোনও ভরসা নেই।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন, নচিকেতা হওয়া যায় না। নচিকেতার জন্ম হয়। শুধু তাই নয়, তাঁর শরীর নিয়ে নানা প্রশ্ন ওঠে সবসময়। কেউ বলেন তাঁর হার্টের সমস্যা। আবার কেউ বলেন, তাঁর নাকি গলায় ক্যানসার হয়েছে। সমস্তটাই গুজব... এমনটাই জানিয়ে দিলেন নচিকেতা। শিল্পীর কথায়...
"আমি তো একটার পর একটা শো করে বেড়াচ্ছি। কিন্তু এরই মাঝে কেউ কেউ রটিয়ে বেড়াচ্ছে যে আমার নাকি ক্যানসার হয়েছে। কিছুই হয়নি আমার। দিব্যি সুস্থ আছি। আমায় বলে বলে অসুস্থ করে দেবেন না।" অভিনেতা ভীষণ বিরক্ত এহেন গুজবে। বেশ কয়েকমাস আগেও একটি অনুষ্ঠানে যাওয়ার আগেই শরীর খারাপ হয়ে যাওয়ায় সেটি ক্যানসেল করতে হয়। তারপরও নানা গুজব শোনা যায় চারপাশে। কিন্তু তিনি থামতে জানেন না। আজও স্টেজে উঠলে একের পর এক গানের অনুরোধ আসে দর্শকাসন থেকে।
বাঙালির নচিকেতা একটাই। আর তিনি সব পারেন। সহজ কথা সুরে ছন্দে বলার সঙ্গে সঙ্গেই দর্শককে মনে প্রাণে আপন করে নিতেও জানেন।