/indian-express-bangla/media/media_files/2025/01/12/a6dR05kRKgIk1SFZPE7D.jpg)
Sidhu vs Nachi: সিধু একটি পডকাস্ট শোয়ে এসে বলে বসেছেন, নচিকেতার সব গান নাকি অন্যের থেকে অনুপ্রাণিত Photograph: (Instagram)
Nachiketa vs Sidhu : টলিপাড়ার বুকে যেন বিতর্ক বেড়েই চলেছে। বছরের শুরু থেকেই যে হারে একে অপরের সঙ্গে অশান্তির রেশ বাড়িয়ে চলেছেন, তাতে করে টলিউডের ভবিষ্যতে অন্ধকার দিক নজর আন্দাজ করার মতো না। একে তো শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং দেবের ( Dev ) মধ্যে জলঘোলা হয়েছে। আর, অন্যদিকে নচিকেতা চক্রবর্তী এবং সিধু।
দুজনেই বাংলা সঙ্গীত জগতের বেশ নামজাদা গায়ক। দুজনের গানের ধরন আলাদা হলেও তাঁদের যে নিজস্ব গান প্রচুর মানুষ পছন্দ করেন, সেকথা অস্বীকার করার মতো না। সিধু ( Siddharth Roy ) নিজেই তাঁর মন্তব্যের কারণে এখন আলোচনায়। তিনি একটি পডকাস্ট শোয়ে এসে বলে বসেছেন, নচিকেতার ( Nachiketa Chakraborty ) সব গান নাকি অন্যের থেকে অনুপ্রাণিত। তিনি নাকি অন্যের থেকে কপি করে জীবনমুখী গান বানিয়েছেন।
আর এরপরই নচিকেতা ভক্তরা রেগে আগুন। তাঁরা যেন দেব ভক্তদের পন্থা অবলম্বন করলেন। দেব ভক্তরা যেমন তাঁদের তারকাকে নিয়ে আলোচনা করার কারণে সমাজ মাধ্যমে যা নয় তাই শুরু করেছেন। তেমনই নচিকেতা অনুরাগীদের রোষানলে এখন সিধু। গায়ক কেন নচিকেতাকে আক্রমণ করলেন। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন...
কাউকে অপমান করতে তিনি এসব বলেননি। নচিকেতাকে শ্রদ্ধা করেন প্রচণ্ড মাত্রায়। শিল্পীদের গান নিয়ে কথা উঠতেই একথা বলেছিলেন তিনি। যেহেতু বহুবছর ধরে কুইজ করে এসেছেন তাই তাঁর কাছে অনেক তথ্য আছে। যে কারণে তাঁর কথা বলতে অসুবিধা হয় না। এখানেই শেষ না। তারপর নচিকেতা চক্রবর্তী যিনি ভীষণ ঠোঁটকাটা, তাঁর রাগ হচ্ছে না এরপর? তাঁর এতদিনের সৃষ্টি নিয়ে যে প্রশ্ন উঠছে, তাতে গায়কের কি বক্তব্য?
নচিকেতা বললেন, "রাগ করতে কেন যাব? সিধুর যেটা মনে হয়েছে সেটাই বলেছে।" কিন্তু তাঁর ভক্তরা যেভাবে সিধুকে আক্রমণ করছেন, তাতে করে নচিকেতার কিছু বলার আছে? গায়ক জানিয়েছেন, অনেক ভক্ত তাঁর। কে কী করছেন না কে কী বলছেন, কিংবা কার কী উদ্দেশ্য, এত দেখা সম্ভব? কাকে গিয়ে বলবেন? চেনেন না তো কাউকে। তাঁর কাছে এত সময় নেই। উল্লেখ্য, নচিকেতাকে এখন শো করার সঙ্গে সঙ্গে দেখা যায় নানা জায়গায়। শাসকদলের অনুষ্ঠানেও তাঁকে মঞ্চে গাইতে দেখা যায়।