Mahanayak Samman; গতকাল সমস্ত অভিনয়শিল্পীদের মধ্যে তাঁকেও দেওয়া হল এই পুরস্কার। মহানায়ক উত্তমের প্রয়াণদিবসে গ্রহণ করলেন রাজ্য সরকারের এই বিশেষ পুরস্কার। তাতেই শুরু কটাক্ষ।
গতকাল মহানায়ক সম্মানে রুক্মিণী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি নচিকেতা চক্রবর্তী নিজেও ভূষিত হয়েছেন। কিন্তু, কেন? মহানায়ক সম্মান তো অভিনয় শিল্পীদের জন্য গণ্য, সেখানে নচিকেতা এই পুরস্কার পেতেই ট্রোলের বন্যা।
Advertisment
তিনি জীবনমুখী গানকে অন্য মাত্রা দিয়েছেন বাংলার বুকে। লড়াকু গানের ভাষায় সত্যটা সকলের সামনে তুলে ধরেছেন। আর সেই নচিকেতাকে মহানায়ক সম্মান দিয়ে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে। একেই দিন দুয়েক আগে, তিনি শহিদ দিবসের দিন গানে গানে মুখ্যমন্ত্রীকে মঞ্চে ডেকে নেন, তাতে অনেকেই বাঁকা চোখে তাকিয়েছিলেন।
আর গতকাল সমস্ত অভিনয়শিল্পীদের মধ্যে তাঁকেও দেওয়া হল এই পুরস্কার। মহানায়ক উত্তমের প্রয়াণদিবসে গ্রহণ করলেন রাজ্য সরকারের এই বিশেষ পুরস্কার। তাতেই শুরু কটাক্ষ। কিন্তু, তিনি তো স্পষ্ট কথার লোক। ফলেই, নিজের বক্তব্য সোজা সাপটা ভাষায় জানিয়ে দিলেন তিনি। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন...
"অভিনয় যেমন শিল্পী, গানও তেমন শিল্প। এই কারণেই মহানায়ক সম্মান আমায় দেওয়া হয়েছে। যে কোনও শিল্পীই এই পুরস্কার পেতে পারেন, যিনি তাঁর কাজে পারদর্শী। আর আমি যে অভিনয় করিনি এমন তো না। তিন চারটে ছবিতে আমি নচিকেতা হয়েই অভিনয় করেছি।"
উল্লেখ্য, এবার মহানায়ক সম্মান পেয়েছেন শুভাশীষ মুখোপাধ্যায়, অম্বরিশ ভট্টাচার্য, রুক্মিণী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আগাম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে জানিয়ে দেন। এবার চেয়ারম্যানের দায়িত্বে জাতীয় পুরস্কার প্রাপ্ত গৌতম ঘোষ এবং কো চেয়ারপারসনের দায়িত্ব পালনে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।