নচিকেতা চক্রবর্তী ( Nachiketa Chakraborty ) জীবন মুখি গান মানুষকে উপহার দেন, একথা সবাই জানেন। কিন্তু, নিজের এক পুরনো গানের জন্যও যে আজকের দিনে তাঁকে হ্যাটা হতে হবে আগে কখনও ভেবেছিলেন।
তিনি সবসময়, সমাজের হয়ে কথা বললেন। রাজনীতিকে কটাক্ষ, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলেন তিনি। তবে, এবার রামমন্দির প্রসঙ্গে এমন কিছু বললেন, তাতেই রেগে আগুন বেশিরভাগ। শিল্পী, প্রকাশ্যে মঞ্চে গান গাইতে গাইতে বললেন.. রামমন্দির ( Ram-Mandir ) নিয়ে একটা ধ্যাস্টামী চলছে এদেশে। এটা তো খুব ধার্মিক বিষয় না, এটা একটা রাজনীতির বিষয়। নইলে, রামমন্দির কোথায়, রাম কই জন্মেছেন সেটা তো উনার বাবা দশরথ বলতে পারবেন। রাম যদি থাকেন তবে, দশরথকে অস্বীকার করার জায়গা নেই।
আর, নচিকেতা কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন। শিল্পী প্রকাশ্যে মঞ্চে একজন বাচ্চাকে অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করেন। আর এবার রামলালার মন্দির। অন্যদিকে, তাঁর এই কথায় রেগে আগুন রুদ্রনীল ঘোষ ( Rudranil Ghosh ) নিজেও। তিনি শিল্পী হওয়ার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। শিল্পী বলেন..
আরও পড়ুন - Bigg Boss OTT : বাপ-মা তুলে অশ্লীলতা-গালাগাল, ইশার কাণ্ডে সপাটে চড় মারলেন অভিষেক!
"নচিকেতা চক্রবর্তী আমার একজন অত্যন্ত প্রিয় শিল্পী। উনি যে কথাটা বলেছেন তাতে কিন্তু, আমায় এটাও বলতে হয় উনার গান শোনার থেকে উনার বাবার কথা শোনা ভাল। তাই নয় কী? নচি দা - যে এহেন কথাটা বললেন, এককালে উনি তো দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলতেন। আমি বুঝি না এখনকার দিনে এমন অনেকেই আছেন যারা আগে অনেক বড়বড় কথা বলতেন তারা একবার যদি সরকারের থেকে কিছু সাহায্য পায় তাহলে শিরদাঁড়া খুলে রেখে চলে আসে। নচিকেতা এখন সরকার পক্ষের অনুষ্ঠানে গান গেয়ে বেড়ান। জানি না, ওদের মনে হয় একটা দায় হয়ে গিয়েছে। সেই জন্য ওরা এসব করে।"
এখানেই শেষ না, রুদ্রনীলের কথায় পরিষ্কার ফুটে উঠল ক্ষোভ। তিনি এও বললেন, "উনি জীবনমুখী গান গাইলেও তিনি এখনও সরকারের বিরুদ্ধে একটা কথাও বলেন নি।" একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে নচিকেতার। আর তিনি সকলের রোষানলে পড়ছেন।