গান গাইতে এসে ভয়ঙ্কর চোটে লাল। শিল্পী নচিকেতা চক্রবর্তীকে নিয়ে বিতর্ক। খরদহে, একটি অনুষ্ঠানে এসে মেজাজ হারালেন তিনি। কারণ, একটি শিশু।
নচিকেতা বেশ স্পষ্ট বক্তা। মাঝেমধ্যেই স্টেজে থাকাকালীন তিনি নিজের মেজাজ হারান। তবে, এবার যেন নিজেই বিতর্কের সৃষ্টি করলেন। শিল্পী গান গাইছিলেন মঞ্চে। আর সামনে বসে ছবি তুলছিলেন এক শিশু। তাঁকে দেখেই চটলেন শিল্পী। সোজা বললেন, তুমি ছবি তুলছ কেন? সামনে বসে ছবি তোলা কিসের? সামনে তো ছবি তুলছেন ক্যামেরা পার্সনরা। আমি কি তোমাকে অনুমতি দিয়েছি? গান শোনার গাওয়ার অনুমতি দিয়েছি।
আরও পড়ুন - ফিরে দেখা ২০২৩: শাহিদ টু শাশ্বত, বছরের সেরার সেরা ওয়েব সিরিজ কোনগুলি?
এখানেই, শেষ না। শিল্পীর রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে এল গালাগাল। বাচ্চাদের বর্তমান আচরণ নিয়েও নানা মন্তব্য করলেন। তাঁর কথায়, "এখনকার বাচ্চাদের কোনও কাজ নেই। না করে পড়াশোনা, না করে কিছু... খালি হাতে একটা ** নিয়ে এসব করে যাচ্ছে। কেন? গান শুনতে এসেছ গান শুনলেই তো হয়? আমি তো তোমায় পার্সোনাল ভাবে কিছু ছবি তোলার অনুমতি দিই নি।" এরপরেও সেই বাচ্চাটি থামে না। আরও রেগে ওঠেন তিনি। শিল্পী রাগের মাথায় বলেন...
আরও পড়ুন - প্রেমিকার ছড়াছড়ি! গোপন কথা আড়ালেই রাখতে চান জয়জিৎ, স্ত্রী জানেন তো?
"কত অ্যারোগেন্ট! এখন ওর সামনে দাঁড়িয়ে আমায় গান গাইতে হবে। নাহলে ও থামবে না।" এই ঘটনার পরেই বিবাদ আরও বাড়তে থাকে। বড় শিল্পীকে সকলেই সম্মানের খাতিরে সহমত পোষণ করতে থাকেন। কিন্তু, শিল্পীর রাগ থামার নাম নেই। যদিও, পরবর্তীতে নিজের রাগ থামিয়ে আবার গান শুরু করেন তিনি।
উল্লেখ্য, শিল্পীকে নিজের ভাষার কন্ট্রোল করতে বলেন অনেকেই। ডিজিটাল যুগে তারকার কেউ ছবি তুলবেন এটাকে স্বাভাবিক ভাবেই উল্লেখ করেছেন বেশিরভাগ। আবার, কারওর কথায়, শিল্পী যখন না করছিলেন, তখন না করলেই পারত।