Nafisa Ali Cancer: 'মুঠো মুঠো চুল উঠে এবার আমি...', কেমোথেরাপির পর বর্তমান পরিস্থিতি নিয়ে 'দুষ্টুমি' নাফিসার, দেখুন ছবি

Nafisa Ali Sodhi Chemotherapy: কেমোথেরাপির পর মুঠো মুঠো চুল পড়ার কথা বলেছেন নাফিসা আলি। মুঠো মুঠো চুল ঝরে যাওয়ার কারণে এবার নেড়া হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে বলে নিজেই নিজের সঙ্গে মজা করছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

Nafisa Ali Sodhi Chemotherapy: কেমোথেরাপির পর মুঠো মুঠো চুল পড়ার কথা বলেছেন নাফিসা আলি। মুঠো মুঠো চুল ঝরে যাওয়ার কারণে এবার নেড়া হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে বলে নিজেই নিজের সঙ্গে মজা করছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কী পরিণতি?

Nafisa Ali Stage 4 Cancer: সালটা ছিল ২০১৮। সেই বছর প্রথমবার ক্যানসার আক্রান্ত হন অভিনেত্রী নাফিসা আলি। প্রথমবার এই রোগের সঙ্গে লড়াই করার সাত বছর পর ফের আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি দ্য কুইন্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন। কী ভাবে জীবনের এই কঠিন লড়াই লড়েছিলেন সেই জার্নির কথাই শেয়ার করেন নাফিসা। ক্যানসার নির্ণয়ে চিকিৎসকের গাফিলতির কারণে স্টেজ ৪-এ পৌঁছে ভয়ংকর পরিণতি। সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতা ভাগ করে নেন নাফিসা আলি।  ২০১৮ সালে প্রথমে পেরিটোনিয়াল ও ডিম্বাশয়ে স্টেজ ৩ ক্যানসার ধরা পড়ে। ২০১৯ সালে ঘোষণা করেন তিনি ক্যানসার মুক্ত। গত নাফিসা ৩০শে সেপ্টেম্বর ইনস্টাগ্রামে তাঁর বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি আপডেট শেয়ার করেন। কেমোথেরাপির পর চুল পড়ার কথা বলেছেন। মুঠো মুঠো চুল ঝরে যাওয়ার কারণে এবার নেড়া হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে!

Advertisment

কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া হল চুল পড়া এবং নাফিসা একটি নতুন ছবি শেয়ার করে দেখালেন কী ভাবে তাঁর চুল ঝরে যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে তাঁর চিরুণিতে গুচ্ছ গুচ্ছ চুল উঠে এসেছে। হেঁয়ালি করে তিনি লিখেছেন, 'এভাবেই কেমোথেরাপির পর আমার চুল উঠে যাচ্ছে। শীঘ্রই আমার মাথায় টাক হয়ে যাবে।' ইনস্টা হ্যান্ডেলে আরও কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন নাফিসা। যেখানে সঙ্গে রয়েছেন তাঁর আদরের ছোট নাতি। কাঁচি নিয়ে ঠাম্মির চুল কাটছে। তাই বর্ষীয়ান অভিনেত্রী মজা করে লিখেছেন, আমার চুল ঝরে যাওয়ার এই পরিস্থিতিতে নাতি-ই সাহায্য করছে। উল্লেখ্য, নাফিসার সাহসীকতাকে কুর্নিশ জানিয়েছেন সতীর্থ থেকে ভক্তরা। 

Advertisment

প্রসঙ্গত, স্টেজ ৩ ক্যানসারের সঙ্গে লড়াই করার সাত বছর পর ফের শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। দ্য কুইন্ট-কে দেওয়া সাক্ষাৎকারে লাইফ ইন আ মেট্রো খ্যাত অভিনেত্রী জানান, 'আমি অস্ট্রেলিয়া থেকে ফিরেছিলাম। তিন বছর আগে একবার রিলাপ্স হয়েছিল তখন চিকিৎসা হয়েছিল। কিন্তু রুটিন PET স্ক্যানে ধরা পড়ল এটা স্টেজ ৪। অস্ত্রোপচার সম্ভব নয়। চিকিৎসকরা বললেন, চলুন কেমো ট্রাই করি। আমি শুধু  মনোবলের জন্য প্রার্থনা করছি।' অভিনেত্রীর পাশাপাশি তিনি রাজনীতিবিদও। ক্যানসারের সঙ্গে লড়াই জারি। নফিসা তাঁর ফিল্মি কেরিয়ার শুরু করেন ১৯৭৯ সালে 'জুনুন' ছবি দিয়ে। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের বিপরীতে 'ঊঁচাই'-তে।

cancer