Advertisment
Presenting Partner
Desktop GIF

Naga-Shobhita : ভিগ্নেশ-নয়নতারাকে টেক্কা, ওটিটি-তে রূপকথার বিয়ের ভিডিও-র সত্ত্ব বিক্রি নাগা-শোভিতার, টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

Naga-Shobhita Wedding Digital Rights: ওটিটি-তে বিয়ের ভিডিও-র সত্ত্ব বিক্রি করলেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। নয়নতারা-ভিগ্নেশের বিয়ের ভিডিও-র সত্ত্ব বিক্রির থেকেও বেশি টাকায় বিক্রি করলেন তারকাযুগল। টাকার পরিমান শুনলে চোখ উঠবে কপালে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
chay akkineni, naga chaitanya wife, dhulipala, naga chaitanya age, naga chaitanya and sobhita dhulipala, samantha husband, naga chaitanya instagram, naga chaitanya and sobhita engagement, sobhita movies, naga chaitanya first wife, shobita, made in heaven, chaitanya akkineni, sobhita dhulipala instagram, akkineni nagarjuna, nagachaitanya news, samantha ex husband, sobhita and naga chaitanya, naga chaitanya sobhita, nagarjuna akkineni, naga chaitanya and sobhita dhulipala movie, shobhita dhulipala, samantha and naga chaitanya, naga chaitanya and samantha, who is sobhita dhulipala, nagachaitanya, akkineni naga chaitanya, naga chaitanya ex wife, actress sobhita, nagarjuna son, naga chaitanya sobhita dhulipala, sobhita dhulipala telugu movies

ওটিটি-তে রূপকথার বিয়ের ভিডিও-র সত্ত্ব বিক্রি নাগা-শোভিতার

Naga-Shobhita Wedding : কাউন্টডাউন শুরু। আগামী ৪ ডিসেম্বর শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন জীবন শুরু করছেন নাগা চৈতন্য। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। দক্ষিণী তারকাযুগলের বিয়ের যাবতীয় খুঁটিনাটি জানতে মুখিয়ে রয়েছে ভক্তরা। সূত্রের খবর, তেলুগু রীতি মেনে প্রায় আট ঘণ্টা ধরে বিয়ে হবে নাগা-শোভিতার। জীবনের এই সুন্দর মুহূর্তটাকে সকলের সঙ্গে ভাগ করে নিতে চান হবু দম্পতি। সেই জন্য দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারার পথেই হাঁটছেন নাগা-শোভিতা! রিপোর্ট মোতাবেক, ভিগ্নেশ-নয়নতারার বিয়ে যেমন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখানো হয়েছিল, নবদম্পতির বিয়েও দেখতে পাবে অনুরাগীরা। ইতিমধ্যেই মোটা টাকায় নেটফ্লিক্সের কাছে বিয়ের ভিডিও স্বত্ব বিক্রি করতে চলেছেন দম্পতি, এমনটাই খবর। 

Advertisment

মিডিয়া রিপোর্ট মোতাবেক, ৫০ কোটি টাকায় নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার বিয়ের ভিডিও স্ট্রিমিংয়ের সত্ত্ব বিক্রি হয়েছে। যদিও এই খবরে এখনও নাগা বা শোভিতা কেউই সিলমোহর দেননি। তবে এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, ভিগ্নেশ-নয়নতারার বিয়ের অনলাইন স্ট্রিমিংয়ের সত্ত্ব কেনার থেকে প্রায় দ্বিগুণ বেশি টাকায় নেটফ্লিক্সের থেকে সত্ত্ব কিনলেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা।

নয়নতারা-ভিগ্নেশের সঙ্গে নেটফ্লিক্সের কাছে ২৫ কোটি টাকায় বিক্রি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারকাযুগলের বিয়ের কার্ড। সেখান থেকেই ফাঁস হয়ে গিয়েছে নাগা-শোভিতার বিয়ের দিনক্ষণ। আপাতত সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছে নাগা চৈতন্য। বিয়ের আগেই শ্যুটিং শেষ করে ফেলবেন বলে জানান দক্ষিণী অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগার্জুনের ছেলে জানান, শোভিতাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি আপ্লুত।

সামান্থাকে ভুলে শোভিতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন। বিয়ে নিয়ে খুবই উত্তেজিত নাগা। ওয়েডিং ড্রেসে আধুনিকতার ছোঁয়া থাকলেও, ধর্মীয় রীতি মেনেই নতুন জীবন শুরু করতে চান নাগা-শোভিতা। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, তেলুগু রীতি মেনে বিয়ে করতে সময় লাগবে আট ঘণ্টা। যত সময়ই লাগুক না কেন সম্পূর্ণ তেলুগু বিয়ের প্রথা মেনেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন দক্ষিণী তারকা কাপল নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা।

পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়েই বিয়ে সারবেন বলে সূত্রের খবর। সাবেকিয়ানা বজায় রেখেই বাগদান সেরেছেন দুজনে। জীবনের সেই সুন্দর মুহূর্তের ছবিও নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন এই লাভবার্ডস।

আরও পড়ুন: 'আগেও ৪-৫বার আত্মহত্যার চেষ্টা করেছে', জিয়ার মৃত্যুর ১১ বছর পর বিস্ফোরক সূরজের মা

 

 

 

Samantha Ruth Prabhu Naga Chaitanya divorce Naga Chaitanya South Film Industry
Advertisment