Naga-Shobhita: তারকাদের বিয়ের খুঁটিনাটি জানতে সর্বদাই আগ্রহী থাকেন সাধারণ মানুষ। দক্ষিণী তারকাযুগল নাগা চৈতন্য-শোভিতা ধূলিপালার হাইপ্রোফাইল বিয়ের ছবি দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে নাগা-শোভিতার বিয়ের কার্ড। সেখান থেকেই জানা যায় ৪ ডিসেম্বর নাগা-চৈতন্যর বিবাহ অভিযান। ২৯ নভেম্বর শুক্রবার হয়ে গেল নাগা-শোভিতার গায়ে হলুদের অনুষ্ঠান। বিয়ের কার্ডের মতোই হলদি সেরিমনির ছবিও ফাঁস হয়ে গেল অনলাইনে। ২৬ সেকেণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে ট্রাডিশনাল সাজে নাগা-শোভিতা। পরিবারের সকলের উপস্থিতিতে গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দে মাতোয়ারা লাভবার্ডস। দুধ সাদা কুর্তা-পায়জামায় নজর কাড়লেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য আর শোভিতার পরণে শাড়ি।
প্রসঙ্গত, গায়ে হলুদের অনুষ্ঠান দক্ষিণে পরিচিত Mangala snanam বা মঙ্গল স্নান। গায়ে হলুদের অনুষ্ঠানে ব্লাউজ ছাড়া শাড়িতেই রীতি পালন করলেন শোভিতা। আরও একটি ছবিতে দেখা গেল উজ্জ্বল লাল শাড়িতে। পাশে ছিলেন নাগা। প্রসঙ্গত, ফাঁস হওয়া ওয়েডিং কার্ডে দম্পতির নামের সঙ্গে রয়েছে তাঁদের মা-বাবার নামও।
কার্ডের শুরুতেই লেখা, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি শোভিতা ধূলিপালা ও নাগা চৈতন্যর বিয়েতে আমরা খুশি। একটু খেয়াল করলে দেখা যাবে ছিমছাম ডাজাইনের ওয়েডিং কার্ডে রয়েছে গোমাতার ছবি।আগামী ৪ ডিসেম্বর বুধে যে বড় ধামাল হতে চলেছে সে কথা তো আর বলার অপেক্ষাই রাখছে না।
চলতি বছরের অক্টোবরে প্রথমবার নাগা আনুষ্ঠানিকভাবে শোভিতার সঙ্গে সম্পর্কের কথা জানান।
একইসঙ্গে বাগদানের বিষয়ও প্রকাশ্যে আনেন অভিনেতা। যুগলের ছবি পোস্ট করে সুখবর দিয়েছিলেন লাল সিং চড্ডা খ্যাত নাগা চৈতন্য। ৮ অগাস্ট আংটি বদল করেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা।
এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে জানিয়েছিলেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন। ক্যাপশনে লিখেছিলেন, 'আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের ছেলে ও শোভিতা ধূলিপালার বাগদানের অনুষ্ঠান সকাল ৯.৪২ মিনিটে হয়েছে। শোভিতাকে পরিবারের সদস্য হিসেবে পেয়ে আমরা আপ্লুত। নবদম্পতিকে অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ। পুরো জীবন তাঁরা ভালবাসার বন্ধনে একে অপরকে আগলে রাখুক। ভগবান ওদের আশীর্বাদ করুক।'