Naga Chaitanya: 'চিনির থেকে মদ-টোবাকো অনেক ভাল', নতুন সিনেমার প্রচারে কেন এমন মন্তব্য নাগা চৈতন্যর?

Naga Chaitanya On Sugar: চিনি স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। তার থেকে মদ-টোবাকো অনেক ভাল। নতুন সিনেমার প্রচারে এমনটাই বললেন নাগা। কিন্তু, কেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বিচ্ছেদের পর ফের ছাদনাতলায় নাগা চৈতন্য, বিয়ে করবেন বড় ব্যবসায়ীর মেয়েকে!

চিনির থেকে মদ-টোবাকো অনেক ভাল: নাগা

Naga Health Tips: ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে দক্ষিণী নায়ক নাগা চৈতন্যর নতুন ছবি 'থান্ডেল'। ২০১৮ সালের সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। জোরকদমে সিনেমার প্রচার সেরেছেন নাগা। এই ছবি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি হতে পারে বলে আশাবাদী অভিনেতা। সাই পল্লবীর সঙ্গে নাগার পারফরম্যান্সে মুগ্ধ দর্শক।

Advertisment

 মুক্তির প্রথমদিনেই বক্স অফিসে বেশ ভালই সারা ফেলেছে ছবিটি। সিনেমার প্রচারে ব্যক্তিগতজীবন নিয়েও মুখ খুলেছেন নাগা চৈতন্য। নিজেকে ফিট রাখার টিপসও শেয়ার করলেন। একটি পডকাস্টে 'থান্ডেল'-এর প্রচারে এসে বলেন, 'চিনির থেকে তো মদ-টোবাকো অনেক ভাল। যে কোনও জিনিস চিনির থেকে ভাল।'

নাগা চৈতন্য বলেন, 'চিনি স্বাস্থ্যের পক্ষে কতটা খারাপ সেটা বোঝানোর জন্য আমি বাকি জিনিসের তুলনা টেনেছি। আমাকে কেউ ভুল বুঝবেন না। আমার বিশ্বাস চিনি স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। ক্যানসার, ডায়াবেটিসের মতো কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে। তাই আমি চিনির বিষয়ে খুব সাবধনী। শুধুমাত্র চিট ডে-তেই আমি নিমিত্তমাত্র চিনি খাই।'

সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালে একটি বিখ্যাত আইসক্রিম ব্র্যান্ডের প্রচার করছিলেন তখনও বলেছিলেন, সপ্তাহে একদিনই সামান্য চিনি খান। প্রসঙ্গত, নাগা যখন থান্ডেলের প্রচারে চূড়ান্ত ব্যস্ত তখন উঠে আসে সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গও। অভিনেতার দাবি, সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে যেভাবে চর্চা হয়, মনে হয় তিনি অপরাধী।

Advertisment

নাগা চৈতন্য বলেন, 'আমরা চেয়েছিলাম নিজেদের মতো করে চলতে। ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা আজও পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর চেয়ে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না।'

এই প্রসঙ্গে নাগা যোগ করেন, 'আমি নিজেই তো একটি ভাঙা পরিবারের সন্তান। তাই কোনও সম্পর্ক ভাঙার আগে হাজার বার ভাবি। কারণ আমি জানি, এর প্রতিক্রিয়া কী হতে পারে।' গত ৪ ডিসেম্বর দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করে তিনি সুখী দাম্পত্যে রয়েছেন সেই কথাও অকপটে স্বীকার করেছেন নাগা চৈতন্য়।  

Naga Chaitanya Samantha Ruth Prabhu Naga Chaitanya divorce sugar Bollywood Vs South Film Industry Health Tips