/indian-express-bangla/media/media_files/2025/09/24/naina-2025-09-24-13-00-38.jpg)
কী বলছেন টুবান?
শেষ কিছুদিন ধরে সমাজ মাধ্যমে অভিনেত্রী খুব সক্রিয়। তার জীবনের সঙ্গে ঘটে যাওয়া ভয়ংকর সব অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছে নয়না গঙ্গোপাধ্যায়। তার প্রেমিক টুবান চক্রবর্তী, নানান রকম ভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছেন। ঠিক এমনটাই অভিযোগ করতে দেখা যায় অভিনেত্রীকে। নয়না বলিউড এবং টলিউড এর বেশ চর্চিত মুখ।
অন্যদিকে তার অভিযুক্ত প্রেমিক টুবান, তাকে বেশিরভাগ মানুষ চেনেন ডান্স ডিরেক্টর হিসেবে হিসেবে। তার বিরুদ্ধে দুদিন আগে অভিনেত্রী সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। এ পোস্টে লেখা ছিল... "কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি কোনো মাধ্যমেই লেখালেখি আর কাজ করি নি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে। কলকাতার এক কো-অপারাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালোবাসা সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার তার নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।"
তবে এবার শোনা যাচ্ছে তার অভিযোগের ভিত্তিতেই, পাটুলি থানার পুলিশ অভিযুক্ত টুবানকে গ্রেফতার করে। মঙ্গলবার দিন আলিপুর আদালতে তাকে পেশও করা হয়। এই ঘটনা সত্যতা জানানো হয়েছে থানার তরফে। নয়নার বিস্ফোরক অভিযোগ, শুনলে চমকে যেতে হয়। টুবান শুধু তাকে অভিনয় থেকে দূরে সরিয়ে রাখতেন এমনটাই নয়, বরং অভিনেত্রী এক সংবাদমাধ্যমে ও জানান.. টুবান তাকে নানান বিধ্বনিষদের মধ্যে রাখতেন। একাধিক নারীর সঙ্গে সম্পর্কেও ছিলেন তিনি। এমনকি যখন নয়নার সঙ্গে প্রেমের সম্পর্ক চালাচ্ছেন, ঠিক তখনই তার নিজের আত্মসাৎ এর সঙ্গেও জীবন সম্পর্কে লিপ্ত ছিলেন।
অভিনেত্রীর জীবন মরণ এক করে দিয়েছিলেন এই টুবান। এমনকি খেয়াল করলে দেখা যাবে, অভিনেত্রী ঠিক এমনটাই জানিয়েছেন, টুবান নাকি বাড়িতে মদ খেয়ে এসে চিৎকার চেঁচামেচি করতেন। দরজায় লাঠি মারতেন। এমনকি, সবসময় নাকি তাঁর টুবান টুবান করা উচিত, এটিই বলতেন। যদিও অভিনেত্রী সাফ জানিয়েছেন, এর আগেও তিনি পুলিশের সাহায্য চেয়েছিলেন কিন্তু সেভাবে সহযোগিতা পাননি।
ভালোবাসায় যে কিভাবে ঠকলেন তা তাঁর চোখের সামনে আজ বর্তমান। টুবানকে ভালোবেসে যে সুযোগ হারালেন কাজ হারালেন, সবকিছু তার প্রায় শেষের পথে। তবে তিনি এখন কিছুটা স্বস্তিতে যে টুবানকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। তবে, গতরাতেই টুবান নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে জানান, তিনি ঠিক আছেন। ভাল আছেন। এবং যারা তাঁর জন্য প্রার্থনা করেছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।