Kaun Banega Crorepati : অমিতাভের পর কেবিসি-র সঞ্চালনায় নানা পাটেকর, জেনে নিন দিনক্ষণ

Nana Patekar KBC: কেবিসির আপকামিং এপিসোডের অতিথি নানা পাটেকর। অমিতাভের সঙ্গে কথা বলার মাঝেই জানিয়ে দিলেন কবে থেকে সঞ্চালকের আসনে তাঁকে দেখা যাবে।

Nana Patekar KBC: কেবিসির আপকামিং এপিসোডের অতিথি নানা পাটেকর। অমিতাভের সঙ্গে কথা বলার মাঝেই জানিয়ে দিলেন কবে থেকে সঞ্চালকের আসনে তাঁকে দেখা যাবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
অমিতাভের পর কেবিসি-র সঞ্চালনায় নানা পাটেকর

অমিতাভের পর কেবিসি-র সঞ্চালনায় নানা পাটেকর

Amitabh Bachchan Vs Nana Patekar: অমিতাভ বচ্চন সঞ্চালিত অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি। দেখতে দেখতে ১৫টি সিজন পার করে ১৬-তে পা। সম্প্রতি আসন্ন এপিসোডের দুটি প্রোমো মুক্তি পেয়েছে। যেখানে বলিউডের শাহেনশার সামনে হট সিটে বসবেন নানা পাটেকর।

Advertisment

পরিচালক অনিল শর্মা তাঁর আগামী ছবি 'বনবাস' -এর প্রচারের জন্য নানা পাটেকর ও সিমরত কৌরকে নিয়ে আসবেন অমিতাভের শোয়ে। প্রোমো দেখে এটুকু স্পষ্ট খেলার সঙ্গে হাসি-মজার মেলবন্ধন ঘটবে কেবিসি-র পরবর্তী এপিসোডে। উল্লেখ্য, শোয়ে এসে নানা পাটেকর নিজে জানিয়েছেন কবে থেকে কেবিসি-র সঞ্চলনার দায়িত্বে থাকছেন।  

নানা পাটেকর তাঁর নিজস্ব সংস্থা 'নাম ফাউন্ডেশন'-এর কথাও তুলে ধরবেন অমিতাভের 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে। এই সংস্থার লক্ষ্য, কৃষকদের আত্মহত্যার প্রবণতা কমানো ও অর্থ সংগ্রহ করা। প্রোমোতে দেখা যাচ্ছে, কিংবদন্তী গায়ক মহম্মদ রফির গান ম্যায় জিন্দেগি কা সাথ নিভানা চলা গ্যয়া-র তালে কেবিসি ১৬-এর মঞ্চে গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছেন নানা পাটেকর।

Advertisment

এরপর অভিনেতাকে জড়িয়ে একসঙ্গে নেচে সাদর আমন্ত্রণ জানান বিগ বি। অপর একটি প্রোমোতে ওয়েলকাম ছবির ফেমাস সংলাপ বলতে শোনা যায় নানা পাটেকরকে। তিনি বলেন, 'ভগবান আমাকে সবকিছু দিয়েছে। আমার বাংলো, গাড়ি সবই আছে। তোমার কী আছে?'

অমিতাভের সাফ জবাব, 'আজ আমার কাছে নানা পাটেকর আছে।' বিগ বি-র 'লাজবাব' উত্তরে উপস্থিত দর্শক একেবারে হেসে কুটোপুটি। দুই তারকার কথপকথোনের সময় নানা পাটেকর বলেন, 'আগামী ২৫ বছর আপনি কেবিসি সঞ্চালনা করুন। তারপর আমি দায়িত্ব নেব।'

প্রসঙ্গত, দীর্ঘ ১৪-১৫ বছর সাফল্যের সঙ্গে কেবিসি-র সঞ্চলনার দায়িত্ব সামলাচ্ছেন অমিতাভ বচ্চন। শুক্রবার ১৩ ডিসেম্বর দেখা যাবে নানা পাটেকরের এই বিশেষ এপিসোড। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর পরবর্তী ছবি 'বনবাস'। 

amitabh bachchan Nana Patekar Talk Show KBC kaun banega crorepati