Narendra Modi Biopic: প্রধানমন্ত্রীর দ্বিতীয় বায়োপিক, নরেন্দ্র মোদীর ভূমিকায় কে?

এই বায়োপিকের গল্পে থাকবে মোদীর শৈশবকাল, সংগ্রামী দিনগুলি এবং জাতীয় নেতৃত্বের শীর্ষে ওঠার যাত্রাপথ। তবে নির্মাতারা জানিয়েছেন, কেবল রাজনীতিক নন, মোদীকে একজন মানুষ হিসেবেও তুলে ধরা হবে।

এই বায়োপিকের গল্পে থাকবে মোদীর শৈশবকাল, সংগ্রামী দিনগুলি এবং জাতীয় নেতৃত্বের শীর্ষে ওঠার যাত্রাপথ। তবে নির্মাতারা জানিয়েছেন, কেবল রাজনীতিক নন, মোদীকে একজন মানুষ হিসেবেও তুলে ধরা হবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
I’m humbled to share that I will be portraying the Honourable Prime Minister of India, Shri Nare

কে থাকছেন অভিনেতা হিসেবে?

‘মার্কো’র সর্বভারতীয় সাফল্যের পর অভিনেতা উন্নি মুকুন্দন নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন। এবার তিনি অভিনয় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে। ছবির নাম 'মা বন্দে'। বিশেষভাবে মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে এই ঘোষণা করা হয়েছে।

Advertisment

অভিনেতা নিজের ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট লুক শেয়ার করে লিখেছেন-  “একজন মানুষের গল্প, যিনি যুদ্ধ ও প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে যুগের পর যুগ বিপ্লবের প্রতীক হয়েছেন… জন্মদিনের অনেক শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীকে।” ছবিটি পরিচালনা করবেন ক্রান্তি কুমার সি জি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, এই বায়োপিকের গল্পে থাকবে মোদীর শৈশবকাল, সংগ্রামী দিনগুলি এবং জাতীয় নেতৃত্বের শীর্ষে ওঠার যাত্রাপথ। তবে নির্মাতারা জানিয়েছেন, কেবল রাজনীতিক নন, মোদীকে একজন মানুষ হিসেবেও তুলে ধরা হবে। বিশেষ করে তাঁর মায়ের সঙ্গে গভীর সম্পর্ক, যা তাঁর চরিত্র ও মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তা হবে এই ছবির অন্যতম মূল দিক। এজন্যই ছবির ট্যাগলাইন রাখা হয়েছে- “An Anthem of a Mother”।

Advertisment

উন্নি মুকুন্দন স্মৃতিচারণ করে বলেছেন, “আহমেদাবাদে বড় হওয়ার সময় থেকেই আমি তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে চিনতাম। পরে ২০২৩ সালের এপ্রিলে প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাই। সেই মুহূর্ত আমার জীবনে গভীর ছাপ রেখে গেছে।”

অ্যাকশনধর্মী চরিত্রে জনপ্রিয় উন্নি মুকুন্দন মেপ্পাডিয়ান, মালিকাপুরম এবং মার্কো-তে অভিনয় করে যথেষ্ট প্রশংসা পেয়েছেন। মার্কো-ই এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার। এবার জাতীয় স্তরে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ তাঁর ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন ভক্তরা।

আগামী দিনে তাঁকে দেখা যাবে গান্ধারা জুনিয়র এবং মিধুন ম্যানুয়েল থমাসের লেখা একটি সুপারহিরো সিনেমায়, যার শুটিং শুরু হবে আগামী বছর।

Entertainment News Today narendra modi