'নরেন্দ্র মোদী' ছবিতে বিবেক ওবেরয়ের সংলাপেই মিমের ঝড়

উমঙ্গ কুমারের পরিচালনায় সুরেশ ওবেরয় ও সন্দীপ সিং প্রযোজনা করেছেন এই ছবির। বৃহস্পতিবার এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মিম নেটপাড়ায়।

উমঙ্গ কুমারের পরিচালনায় সুরেশ ওবেরয় ও সন্দীপ সিং প্রযোজনা করেছেন এই ছবির। বৃহস্পতিবার এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মিম নেটপাড়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এতদিনের অপেক্ষার পর অবশেষে 'নরেন্দ্র মোদী' ছবির ট্রেলার বেরিয়েছে বৃহস্পতিবার। বিবেক ওবেরয়কে মোদীর ভূমিকায় দেখার জন্য উদগ্রীব ছিলেন দর্শককুল। আর সেই কারণেই কিনা জানা নেই, তবে এদিন মধ্যরাত্রি থেকেই ছবির সংলাপ নিয়ে মিমের বন্যা বইল। মোদির জীবনের বিভিন্ন সময়কে তুলে ধরা হয়েছে এই ছবিতে। লোকসভা নির্বাচনের আগে ৫ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

Advertisment

নরেন্দ্র দামোদর মোদীর চেহারা অনুকরণ করতে প্রস্থেটিক মেকাপেরও সাহায্য নিতে হয়েছে বিবেক ওবেরয়কে। অনেকে বলেওছেন মোদীর ভূমিকায় বিবেককে কিছুটা মানিয়ে গেছে। ট্রেলারে অভিনেতাকে অনেক দেশাত্মবোধক সংলাপ বলতে শোনা গিয়েছে, জাতীয় পাতাকা হাতে নিয়ে গর্বের সঙ্গে ওড়াতেও দেখা গিয়েছে। দেশবাসীকে রাষ্ট্রের জন্য লড়াই করার বার্তা দিয়েছেন তিনি। উমঙ্গ কুমারের পরিচালনায় সুরেশ ওবেরয় ও সন্দীপ সিং প্রযোজনা করেছেন এই ছবির। বৃহস্পতিবার এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মিম নেটপাড়ায়।

Advertisment

আরও পড়ুন, ‘বর্ণপরিচয়’-এর ডাবিং শুরু প্রিয়াঙ্কার

এই ছবিতে বিবেক ওবেরয় ছাড়াও রয়েছেন বোমান ইরানি (রতন টাটা), মনোজ যোশী (অমিত শাহ), জারিনা ওয়াহাব (মোদীর মা)।

PM Narendra Modi bollywood movie