'ম্যায় হুঁ না'! 'ভাই' শাহরুখের সংলাপেই 'দিদি' মমতাকে 'হুঁশিয়ারি' মোদীর

সোমবার বর্ধমানে প্রচারসভা থেকেও মুখ্যমন্ত্রীকে বিঁধলেন নরেন্দ্র মোদী। মন্তব্য, "দিদি আপনার কি বর্ধমানের মিহিদানা পছন্দ হচ্ছে না? এত তিক্ততা কেন?"

সোমবার বর্ধমানে প্রচারসভা থেকেও মুখ্যমন্ত্রীকে বিঁধলেন নরেন্দ্র মোদী। মন্তব্য, "দিদি আপনার কি বর্ধমানের মিহিদানা পছন্দ হচ্ছে না? এত তিক্ততা কেন?"

author-image
IE Bangla Web Desk
New Update
narendra Modi

বাংলার মসনদে কড়া নজর নরেন্দ্র মোদীর (Narendra Modi)। তাই আট দফা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) মাঝে একমুহুর্তও নষ্ট করতে নারাজ তিনি। চার দফা শেষেও ভোটবাক্সে বিপুল প্রভাব ফেলতে ঘন ঘন বঙ্গ সফরে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী, আর প্রচার মঞ্চ থেকেই 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিঁধছেন। তাঁর 'দিদি…ও…দিদি-ই' ইতিমধ্যে গেরুয়া কর্মী-সমর্থকদের আট থেকে আশির কোঠায় হট ফেবারিট সংলাপ হয়ে উঠেছে। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোট প্রচারের মঞ্চ থেকেই প্রতিবাদী মমতা পাল্টা দিয়েছেন একাধিকবার। সোমবার বর্ধমানে প্রচারসভা থেকেও মুখ্যমন্ত্রীকে বিঁধলেন নরেন্দ্র মোদী। শাহরুখ খানের সিনেমার সংলাপ হাতিয়ার করেই বললেন, "দিদি, এত রাগ কেন? রাগ যদি করতেই হয়তো আমার উপর করুন। ম্যায় হুঁ না!"

Advertisment

বঙ্গভোটের রঙ্গমঞ্চে সবুজ-গেরুয়া শিবিরের একে-অপরকে কাদা ছোঁড়াছুড়ি, দোষারোপ সবই চলছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। দিদি-মোদী পারস্পারিক কটাক্ষ যখন তুঙ্গে আমজনতাও বেজায় মজা লুটছেন। প্রতিপক্ষ শিবিরকে শাঁসানির মাঝেও রাজনৈতিক নেতৃত্বদের রসবোধ একেবারে তুঙ্গে। ব্যঙ্গ-বিদ্রুপের অন্ত নেই! একুশের বিধানসভা ভোট বাংলা কার্যত এখন তৃণমূল (TMC) বনাম বিজেপির (BJP) রণক্ষেত্রে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে পদ্মবাহিনীর শীর্ষ স্থানীয় নেতৃত্বদের একাধিকবার বলতে শোনা গিয়েছে, "দিদি এত রাগ কীসের?" সেই প্রসঙ্গ টেনেই এবার মোদী বর্ধমানের সভা থেকে মমতাকে কটাক্ষ করলেন। মুখে, শাহরুখ খানের সংলাপ- "ম্যায় হুঁ না!" 'ভাই' শাহরুখের সংলাপেই বিঁধলেন 'দিদি' মমতাকে।

শুধু তাই নয়, বর্ধমানের (Burdwan) মিহিদানা প্রসিদ্ধির প্রসঙ্গ টেনেও মমতাকে আক্রমণ করেছেন মোদী। প্রচারের মঞ্চ থেকেই বলেছেন, "দিদি আপনার কি বর্ধমানের মিহিদানা পছন্দ হচ্ছে না? এত তিক্ততা কেন?" প্রধানমন্ত্রীর এহেন রসবোধ দেখে জনসভায় উপস্থিত গেরুয়া কর্মী-সমর্থকদের মধ্যে একেবারে হাসির রোল পড়ে গিয়েছে।