Nargis-Tony Honeymoon pic:বেশ কয়েকবার সম্পর্কে জড়িয়েছেন, ব্রেক-আপও করেছেন। তালিকায় রয়েছেন উদয় চোপড়া থেকে রণবীর কাপুর ও বিদেশি মুন্ডা ম্যাটের নাম। সেসব এখন অতীত। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মিস টু মিসেস হয়েছেন নার্গিস ফাকরি। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে নাকি চুপিসারে গাঁটছড়া বেঁধেছেন হাউজফুল ৩ খ্যাত অভিনেত্রী নার্গিস ফাকরি। পরিবার ও কাছের বন্ধুবান্ধব নিয়েই ইন্টিমেট সেরিমণি-তে বিয়ে সেরেছেন বলেই গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় বিয়ের কোনও ছবি না থাকলেও ত্রিস্তরীয় ওয়েডিং কেক ও একটি বোর্ডে লেখা দুজনের নাম ও পদবীর প্রথম অক্ষর। অর্থাৎ নার্গিসে ফাকরির NF ও টনি বেগের TB।
/indian-express-bangla/media/post_attachments/c1f9b738-e86.jpg)
ETimes-এর রিপোর্ট মোতাবেক, বিয়ের অনুষ্ঠানের ছবি যাতে কোনওভাবেই অনলাইনে ফাঁস না হয় সেইদিকে বিশেষ নজরদারি ছিল চর্চিত তারকা দম্পতির। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখেই কাছের মানুষদের নিয়ে নতুন জীবনে পা রাখলেন টনি ও নার্গিস। বিয়ে নিয়ে মুখে কুলুপ এটে থাকলেও চর্চার মাঝে হানিমুনের ছবি শেয়ার করলেন টনি বেগ। যা নিজের ইনস্টা স্টোরিতে পুনরায় শেয়ার করেছেন নার্গিস ফাকরি। তাঁর কাঁধে হাত রেখে ক্যামেরায় লুক দিয়েছেন টনি। ছবির নীচে ডানদিকে লেখা সুইজারল্যান্ড।
/indian-express-bangla/media/post_attachments/0b4c5914-330.jpg)
প্রসঙ্গত, টনি বেগের সঙ্গে দীর্ঘ তিন বছর সম্পর্কে ছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনকে তখনও লাইমলাইটে আনেননি নার্গিস। এক সাক্ষাৎকারে প্রেমের কথা স্বীকার করেছিলেন। কিন্তু, প্রেমিকের নাম গোপনই রেখেছিলেন নার্গিস। টনি বেগের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও যোগ নেই। লস অ্যাঞ্জেলসের ব্যবসায়ী নার্গিসের চর্চিত স্বামী। প্রসঙ্গত, ২০১৩-সালে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়ান নার্গিস। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পর ২০১৭-এ 'ব্রেক আপ' করেন নার্গিস।
/indian-express-bangla/media/post_attachments/7375ee9e-a17.jpg)
বছর ঘুরতেই অর্থাৎ ২০১৮-এ সোশ্যাল মিডিয়ায় নতুন সম্পর্কের কথা জানান অভিনেত্রী। ম্যাটের সঙ্গে তাঁর সম্পর্কের বয়স ছিল মাত্র এক বছর। এরপর নার্গিস ফাকরির জীবনে আসেন টনি বেগ। রণবীর কাপুরের সঙ্গে 'রকস্টার' মুভিতে বলিউডে অভিষেক নার্গিসের। মাড্রাস কাফে, ম্যায় তেরা হিরো, হাউজফুল ৩-এর মতো একাধিক বলিউডি ছবিতে কাজ করেছেন। ২০২৫-এ সম্ভবত হাউজফুল ৫-এ দেখা যাবে নার্গিস ফাকরিকে।