Advertisment
Presenting Partner
Desktop GIF

তালিবান ফেরায় কিছু ভারতীয় মুসলিম উল্লসিত, তাঁরা বেশি ভয়ঙ্কর: নাসিরুদ্দিন শাহ

Naseruddin Shah on Taliban: নাসিরুদ্দিনের প্রশ্ন, ‘ভারতীয় মুসলিমদের এই অংশ কী চান? আধুনিক ইসলাম না শতাব্দী প্রাচীন পুরনো বর্বরতা?’

author-image
IE Bangla Web Desk
New Update
Naseeruddin Shah, Bollywood, Three Khans of Bollywood, নাসিরুদ্দিন শাহ, বলিউড, bengali news today

বলিউডের 'তিন খান' কেন চুপ করে থাকেন?, উত্তর দিলেন নাসিরুদ্দিন শাহ

Naseruddin Shah on Taliban: আফগানিস্তানে তালিবান শাসন নিয়ে অনেক ভারতীয় মুসলিম উল্লাস করছেন। তাঁদের সেই উল্লাসকে তীব্র সমালোচনায় বিঁধলেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এদিন তিনি একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন। সেই বার্তায় তিনি কটাক্ষের সুরে বলেন, ‘ভারতীয় মুসলিমদের একটা অংশ আফগানিস্তানে তালিবান শাসন নিয়ে উল্লাস করছেন। তাঁরা আরও বেশি ভয়ঙ্কর। এই ভিডিও বার্তায় হিন্দুস্তানি ইসলাম এবং বিশ্বের অন্যত্র ইসলামের মধ্যে সুক্ষ্ম পার্থক্য তুলে ধরেছেন।

Advertisment

তাঁর মন্তব্য, আফগানিস্তানে তালিবান ফিরে আসা বিশ্বের কাছে উদ্বেগের কারণ। সেখানে ভারতীয় মুসলিমদের একটা অংশ বর্বরোচিত উল্লাসে মত্ত। তাঁরাও কম ভয়ঙ্কর নয়।‘ এরা নিজেদের প্রশ্ন করুন। এমন ভাবে সরব হয়ে নাসিরুদ্দিনের প্রশ্ন, ‘ভারতীয় মুসলিমদের এই অংশ কী চান? আধুনিক ইসলাম না শতাব্দী প্রাচীন পুরনো বর্বরতা?’

এমনকি সারা বিশ্বের প্রচলিত ইসলাম ধারা এবং হিন্দুস্তানি ইসলামের মধ্যে পার্থক্য করতে তিনি বলেন, ‘ভগবান যাতে এমন কোনও সময় না আনেন, যখন আমরা নিজেদের ধর্মকে চিনতেই না পারি। ভগবানের সঙ্গে আমার যে সম্পর্ক, তার কোনও রাজনৈতিক ধর্মের দরকার নেই।‘ তাঁর মন্তব্য, ‘আমি একজন ভারতীয় মুসলিম। এবং মির্জা গালিব যেমন বলেছেন ভগবানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের কোনও রাজনৈতিক পরিচিত দরকার নেই।‘  

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামেপড়তে থাকুন

Naseeruddin Shah Kabul Update Afghanisthan Crisis Indian Muslim Taliban Rule
Advertisment