Advertisment

Natasha Stankovich: প্রাক্তন তারকা প্রেমিকই বুঝতে পেরেছিলেন নাতাশার কান্ডকীর্তি! হার্দিক বড় ভুল করে ফেললেন?

Natasha hardik: কটি জনপ্রিয় টেলিভিশন শোয়ে নাতাশা এবং তাঁর তারকা প্রেমিক অংশ নিয়েছিলেন। সেখানেই, কিছু খোলসা করেছিলেন প্রাক্তন প্রেমিক আলি গনি। যিনি বহু হিন্দি সিরিয়ালের পাশাপাশি বর্তমানে লাফটার শেফের জনপ্রিয় মুখ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
natasha stankovich, Hardik pandey, natasha Hardik, natasha and Hardik divorce, natasha stankovich news, natasha stankovich rumor, natasha stankovich Hardik news, Hardik natasha, aly goni, aly goni laughter chef

তাঁর প্রাক্তন প্রেমিক কী বলেছিলেন?

নিজেদের বক্তব্য রেখেই আলাদা হয়েছেন নাতাশা স্তানকোভিচ এবং হার্দিক পান্ডিয়া। দুজনের মধ্যে যে সম্পর্ক ভাঙতে চলেছে এমন খবর শোনা যাচ্ছিল বহুদিন ধরে। বর্তমানে সার্বিয়ায় চলে গিয়েছেন নাতাশা। ছেলেকে নিয়ে সেখানেই রয়েছেন।

Advertisment

কিন্তু, এরম পালিয়ে যাওয়ার অভ্যাস কিন্তু তাঁর এই প্রথম না। তাঁর পুরোনো তারকা প্রেমিকের মুখেই জানা গিয়েছিল এমন কথাই। একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ে নাতাশা এবং তাঁর তারকা প্রেমিক অংশ নিয়েছিলেন। সেখানেই, কিছু খোলসা করেছিলেন প্রাক্তন প্রেমিক আলি গনি। যিনি বহু হিন্দি সিরিয়ালের পাশাপাশি বর্তমানে লাফটার শেফের জনপ্রিয় মুখ।

আলীর সঙ্গে একসময় নাতাশার সম্পর্ক ছিল। নাচ বালিয়ে অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছিল। সেখানেই তাদের প্রেমের গল্প বেশ অন্য মোড় নেয়। আলি একদিন জানিয়েছিলেন, সে নিজেও বুঝতে পারেন না নাতাশাকে। তাঁর নাকি পালিয়ে যাওয়ার, নিজের পেছনে প্রেমিকদের নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। তখন তাদের সম্পর্ক প্রায় ৫ বছর। আলি বলেছিলেন...

আরও পড়ুন - Kangana Ranaut: ভোটে জিতেই ‘আক্রমাত্মক’ হয়ে উঠেছেন কঙ্গনা! শত্রুদের টেনে নীচে নামাতে ব্যস্ত অভিনেত্রী?

"ও কোথায় কোথায় পালিয়ে যায়, কেউ জানে না। আমি তো ৫ বছরেও বুঝিনি। ও যে পালিয়ে কই যায়? কেন যায়? আমাকে দিয়েও বোঝা সম্ভব হয়নি, তাহলে বাকিরা কে কী করে বুঝবে?" যদিও আলীর এই কথায় হেসে ওঠেন বেশিরভাগ। এমনকি নাতাশা নিজেও মুখ টিপে টিপে হাসতে থাকেন।"

কিন্তু, অনেকেই বলে থাকেন, আলী এবং নাতাশা এই শোয়ের পরই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুজনে সম্পর্কের ইতি ঘটান। আবার অনেকে এও বলেন, এই শোয়ের আগেও নাকি দুজনের মধ্যে মনোমালিন্য বজায় ছিল। এই শোয়ে তারা পুরোটাই প্রয়োজনবশত কাজ করেছিলেন। এই নিয়ে অনেক দ্বন্দই রয়েছে। কিন্তু বর্তমানে নাতাশার নামের থেকে আলাদা হয়ে গিয়েছেন হার্দিক। কিন্তু সন্তানের দায়িত্ব যে দুজনেই ভাগ করে নিয়েছেন একথা জানিয়েছেন তারা।

bollywood tollywood Hardik Pandya Entertainment News Nataša Stanković
Advertisment