জনসমক্ষে কাদা ছোড়াছুড়ি, বিবাহ বিচ্ছেদ নিয়ে নানান কলহ, বেশ কিছুদিন ধরেই নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর স্ত্রীর আলিয়ার বচসা তুঙ্গে। স্ত্রীর বিরুদ্ধে ১০০ কোটির মামলাও ঠুকেছিলেন নওয়াজ। ছেলে মেয়ের দায়িত্ব নিয়েও দুজনের মধ্যে অশান্তির রেশ। তবে, বর্তমানে একটু হলেও কমেছে দ্বন্দ্ব, মামলা প্রত্যাহার করলেন নওয়াজ?
নিজের ভাই এবং স্ত্রী আলিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন নওয়াজ। শুধু তাই নয়, ছেলে মেয়ের দায়িত্ব নিতেও রাজি তিনি। কিন্তু স্ত্রী আলিয়া প্রথম থেকেই এমন দাবি করেছিলেন, যে ছেলে মেয়ের দায়িত্ব কোনওভাবেই বাবার নয় বরং নিজের কাছেই রাখতে চান। ডিভোর্স হবে একথাও জানিয়েছিলেন অভিনেতার স্ত্রী। মাঝখানে, ঘটনা চরম সীমায় পৌঁছলেও এবার নিজেদের মধ্যেই সবকিছু মিটিয়ে নিতে চান দুজনে। বিবাহ বিচ্ছেদের সঙ্গেই শর্ত মেনে নিলেন নওয়াজ? মানহানির অভিযোগে ভাই এবং স্ত্রীর বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছেন তিনি।
আরও পড়ুন < ‘কুন্তল ঘোষের টাকায় দুবাই? ED আসবে বলে উড়ছেন..!’ ভয়ঙ্কর কটাক্ষ বনি সেনগুপ্তকে >
একদিনের মাথায় এত ভোল বদল! কিন্তু কেন? সূত্রের খবর, আলিয়াকে সেটেলমেন্ট ড্রাফট পাঠিয়েছেন নওয়াজ। আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকীর কথায়, "আমরা নিজেদের মধ্যেই সবকিছু ঠিক করে নিতে চাই। তাই বলে বাচ্চাদের কাস্টডিতে কোনও বদল আসছে না। ওরা ওদের মায়ের কাছেই থাকবে। এছাড়া অন্যান্য বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখে নেব"। কিন্তু আদৌ নওয়াজ এই সিদ্ধান্ত মেনে নিয়ে প্রস্তুত?
সূত্রের খবর, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু ছেলে মেয়ের কাস্টডি প্রসঙ্গে তিনি আবার আদালতের দ্বারস্থ হয়েছেন। যদিও একথা অজানা নয়, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা আদালতের সামনে দাঁড়িয়ে বাবা মায়ের মধ্যে যার সঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করবে, কাস্টডি তারই প্রাপ্য। তবে নওয়াজের দুই সন্তানই মায়ের সঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন। আপাতত, নিজেদের শর্ত নিয়ে বিচার বিবেচনা করতে ব্যস্ত দুজনে।