ঘাগড়া পরে শ্রীদেবীর 'হাওয়া-হাওয়াই' গানে নাচলেন নওয়াজ! কঙ্গনা বলছেন, 'উফ কী হট...', দেখুন

এই পোশাকে তাঁকে একেবারেই চেনা দায়!

এই পোশাকে তাঁকে একেবারেই চেনা দায়!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

হাওয়া হাওয়াই গানে নাচলেন নওয়াজ

পরনে সোনালী গাউন, মাথায় চকমকি ক্রাউন, লম্বা চুল - এ আবার কে? বলিউডে নতুন কোনও নায়িকার আগমন ঘটল নাকি? তবে অভিনেত্রী কঙ্গনার ( Kangana Ranaut ) ইনস্টাগ্রাম বলছে ইনি সকলের কাছে বেশ পরিচিত একটি মুখ! চিনতে পারা যাচ্ছে না একেবারেই? 

Advertisment

টিকু ওয়েডস শেরু ছবিতে এই অবতারে ধরা দিয়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ( Nawazuddin Siddiqui )। আর অভিনেত্রী, এবং এই সিনেমার প্রযোজক কঙ্গনা রানাউত সেই চিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখলেন, উফ! কী হট! অর্থাৎ আগুন। অভিনেতাকে একেবারেই যেন চেনা দায়। নওয়াজের সঙ্গে এই ছবিতে মূল নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মুম্বাইয়ের টেলি পাড়ার বিখ্যাত মুখ, অবনীত কউর। 

publive-image
Advertisment

সূত্র বলছে, কম করে চার ঘণ্টা সময় লেগেছে নওয়াজ কে এই সাজে তৈরি করতে। চারিপাশে বেশ পার্টি মুড, আলো, এবং তার সঙ্গে এই ড্রাগ সাজ - শুট হচ্ছে হাওয়া হাওয়াই গানের। যেটি কোরিওগ্রাফ করেছেন বস্কো মার্টিস, নওয়াজকে এই প্রথমবারের মত রুপোলি পর্দায় নাচ করতে দেখা যাবে ভেবেই উত্তেজিত তার ভক্তকুল। এই ছবি দিয়েই অবনীত বলিউডে পা রাখতে চলেছেন। 

publive-image

প্রসঙ্গত, মুম্বাইয়ে প্রসাদপ্রম বাড়ি বানিয়েছেন নওয়াজ এবং তার নাম দিয়েছেন নবাব। আপাতত এটুকুই বোঝা যাচ্ছে ফের ধামাকা দিতে চলেছেন অভিনেতা, এখন শুধুই অপেক্ষার প্রহর। 

Nawazuddin Siddiqui Kangana Ranaut Tiku weds Sheru