নওয়াজউদ্দিন সিদ্দিকিকে নিয়ে তোলপাড়, বলিউড তারকাকে নিয়ে সরগরম চারিদিক। তাঁর বিরুদ্ধে নানান তথ্য সামনে এনেছেন স্ত্রী আলিয়া। কখনও মেয়ের প্রতি তাঁর করা অন্যায় সামনে এনেছেন আবার কখনও পরিচারিকাকে নিয়ে। তবে, এতদিনের নীরবতা ভেঙে এই প্রথম, আওয়াজ তুললেন নওয়াজ।
Advertisment
চুপ করে আছেন বলেই সবাই য়া খুশি ভেবে নিচ্ছেন, মজা করছেন? অভিনেতার কথায় অন্তত এটাই পরিষ্কার। সোশ্যাল মিডিয়ায় নিজের সাফাই গাইলেন তিনি। লিখলেন, এটা আমার কোনও অভিযোগ নয় শুধু আমার মনের কথাটা শেয়ার করলাম সকলের সঙ্গে। দিনের পর দিন তাঁকে নিয়ে হাজারো কুৎসা, তাঁর চরিত্রে কালি লাগিয়েছেন অনেকেই। কিন্তু বেশিদিন চুপ থাকতে পারলেন না, অবশেষে মুখ খুললেন তিনি। বললেন….
প্রথম কথা, আমি আর আলিয়া একসঙ্গে থাকি না আজ বহু বছর। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু বাচ্চাদের নিয়ে আমাদের একটা দায়িত্ব রয়েছে। কেউ কি বলতে পারবে, কেন আমার সন্তানরা ভারতে থাকার পরেও স্কুলে যাচ্ছে না? সেখান থেকে চিঠি আসছে আমার কাছে যে ওরা অনেকদিন স্কুলে যাচ্ছে না। এগুলো তো সকলের কাছে অজানা! এছাড়াও আরও তথ্য সামনে আনলেন নওয়াজ। বাড়ি থেকে বের করে দেওয়ার প্রসঙ্গে গর্জে উঠলেন অভিনেতা। বললেন….
Advertisment
আমার বাচ্চারা ভারতে এলে ওদের ঠাকুমার কাছেই থাকে। আমি তখন বাড়িতেও থাকি না। তাহলে ওদের বাড়ি থেকে কে বের করে দেয়? ও কোনও ভিডিও কেন করল না? সবমিলিয়ে নিজের কথা সোশ্যাল মিডিয়ায় দিব্য ব্যক্ত করেছেন তিনি। সঙ্গে নওয়াজ এও জানালেন, যে আমার সন্তানরা আমার জীবনে খুব গুরুত্বপূর্ন। চোখের জলে তিনি লিখলেন, আমি যা রোজগার করি সেটা আমার সন্তানদের জন্যই। আমি ভারতীয় আইন এবং দণ্ডবিধির ওপর আস্থা রাখি।